বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা মাহিয়া মাহি।  আবার নতুন করে আলোচনায় এলেন তিনি। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘অগ্নি-২’ ছবিতে ‘ম্যাজিক মামনি’ শিরোনামে একটি আইটেম গানে পারফর্ম করেছেন তিনি।

গত ৪ জুন ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। এরই মধ্যে রেকর্ডসংখ্যক দর্শক গানটি ইউটিউবে দেখে ফেলেছেন। আজ ১২ জুন শুক্রবার পর্যন্ত চার লাখ ৫৬ হাজার ৫০০ দর্শক গানটি দেখেছেন এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

এক সপ্তাহেই দর্শকের হৃদয়ে ঝড় তুলেছে ‘ম্যাজিক মামনি’। ‘বাবলি না, আমি লাভলী না, নই বিল্লো রানী, খেলি ছিনিমিনি ছিনিমিনি ছিনিমিনি মন নিয়ে ম্যাজিক মামনি’—কথার এই গানে বেশ আবেদনময়ী হিসেবে উপস্থাপন করা হয়েছে মাহিকে।

Magic Mamoni Item Video By Mahiya Mahi - Agnee 2

 Magic Mamoni – Agnee 2 Bangla Movie Item Video Song

Film Name : Agnee 2
Cast : Mahi & Om
Singer : ‎Neha Kakkar
Lyrics : ‎Riddhi
Music Director : ‎Savvy
Direction: Iftakar Chowdhury
Produced and Distributed – Jaaz Multimedia
Online Distribution : Qinetic Music

Magic Mamoni Item Video Song By Mahiya Mahi Free Download Link

সাবাই ভাল থাকবেন আজ  আসি ।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে ।
প্রথম প্রকাশ আমার সাইটে : এখানে ক্লিক করুন প্লিজ পোস্টটি ভাল লাগলে আমার সাইটটা ঘুরে আসবেন ।