আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো পিসি বা ল্যাপটপের ওয়াই-ফাই শেয়ার করার জন্য দারুন একটি সফটওয়্যার । সফটওয়্যারটির মাধ্যমে হটস্পট তৈরীর পাশাপাশি আপনার পিসির ওয়াই-ফাই কানেকশনকেও শেয়ার করতে পারবেন। সফটওয়্যারটির নাম My Wifi Router।
গুরুত্বপূর্ণ ফিচার সমূহ-
- সব চেয়ে সহজ পদ্ধতিতে ওয়াই-ফাই হটস্পট তৈরী করা যায়। শুধুমাত্র তিনটি স্টেপ ফলো করতে হবে, ডাউনলোড, ইনস্টল এবং স্টার্ট হটস্পট।
- আপনার যেকোন একক ইন্টারনেট কানেকশন (LAN, Ethernet, Data-Card, 3G/4G, Wifi) শেয়ার করতে পারবেন আপনার আশেপাশে থাকা একাধিক ডিভাইসে।
- কানেকটেড যেকোন ডিভাইসকে ম্যানেজ করতে পারবেন খুব সহজেই। আপনার প্রয়োজনে তাদের জন্য স্পিড লিমিটেড করে দিতে পারবেন যা আমার কাছে মনে হয় এক অনন্য ফিচার।
- আপনার কম্পিউটারে রাখা ভিডিও খুব সহজেই আপনার ওফাই-ফাই রেঞ্জে থাকা সকল ডিভাইসে শেয়ার করতে পারবেন।
- সর্বশেষ যা করতে পারবেন সেটা হলো, আপনি চাইলেই যেকোন ওয়াই-ফাই নেটওয়ার্কের শক্তিশালী একটা এক্সটেনডেট কাভারেজ তৈরী করতে পারবেন। যেমন আমার রুমে ওয়াই-ফাই সিগনাল কম হলেও আমি আমার ল্যাপপের সাহায্যে আরও শক্তিশালী নেটওয়ার্ক তৈরী করতে পারছি। এভাবে আরও করা যাবে, বুঝতে পারছেন নিশ্চয়?
সফটওয়্যারটির ফিচারগুলো নিশ্চয় ভালো লেগেছে এবং আপনাদের প্রয়োজনের সাথে মিলে গেছে। এখন আপনার জন্য রয়েছে ফ্রি ডাউনলোডের সুযোগ। তবে আগেই বলে রাখছি সফটওয়্যারটি সম্পূর্ণ ওপেন সোর্স, এর জন্য কোন মেডিসিন ফাইল কিংবা সিরিয়াল নাম্বারের প্রয়োজন হবে না। কোন ঝামেলা ছাড়ায় সফটওয়্যারটির লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
ডাউনলোড লিঙ্ক :- এখানে ক্লিক করুন ।।
ডাউনলোড করার নিয়ম –
আপনি যখন সফটওয়্যারটি চালু করবেন তখন নিচের মতো চিত্র দেখতে পাবেন। আপনার কাজ হলো আপনার হটস্পটের জন্য একটা নাম এবং পাসওয়ার্ড নির্বাচন করে একটিভেট ফ্রি ওয়াই-ফাই বাটন প্রেস করা।
এবার আসুন ভিডিও শেয়ারিং এর ব্যাপারটাতে, নিচের চিত্র দেখলেই সবকিছু আপনাদের বুঝতে পারার কথা। তবুও আমি কিছুটা বলে দেই-
- প্রথমে উপরের ট্যাব থেকে My Video সিলেক্ট করুন।
- আপনার ভিডিও গুলোর লোকেশন ব্রাউজ করে দেখিয়ে দিন।
- তারপর শুধু ভিডিও শেয়ারিং স্টার্ট করতে যতো দেরী। আশা করি বুঝতে পারছেন।
আসা করি কোন সমস্যা হবার কারন না আর ব্যবহার করতে কোন সমস্যা হলে আমাকে জানাবেন ।