এটি 28 পর্বের ব্লগার টিউটোরিয়াল বিষয়ক টিউনের 24 পর্ব

বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আবারও ফেসবুক নিয়ে পোস্ট আশাকরি আপনারা বোর হবেন না । তাহলে এতো দিন অনেক ফেসবুক লাইক বক্স ব্যবহার করলেন তাতে কি আজকের টাও দারুন ব্যবহার করলে তবে বুজবেন । তাহলে নীচে থেকে লাইভ প্রিভিউ দেখে নিন সঙ্গে কিভাবে অ্যাড করবেন তাও দেখে নিন ।

 

 

কিভাবে যুক্ত করবেন টিপস দেখুন  ঃ

 

১// আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন ।

২// এবার Add a Gadget এ ক্লিক করুন তারপর HTML/Javascript এ ক্লিক করুন ।

৩// এবার Content ঘরে নীচের কোড গুল কপি করে পেস্ট করুন ।

 

<script type=”text/javascript” src=”http://makingdifferent.github.io/blogger-widgets/cb.js”></script><script type=”text/javascript”>function r(f){/in/.test(document.readyState)?setTimeout(‘r(‘+f+’)’,9):f()}; r(function(){new ConversionsBox(“Enjoy this page? Like us on Facebook!)”,”http://www.facebook.com/asobondhublog“);});</script>

 

নোট  ঃ উপরের কাটা লিঙ্ক পরিবর্তন করে আপনার ফেসবুক পেজ এর Url বসান । আর কাটা লিখা মুছে আপনার পছন্দের লিখা দিতে পারেন , সেটা বাংলা বা ইংরেজি যা ইছা ।

 

লাইভ প্রিভিউ দেখে নিন নীচের চিত্রে

 

 

৪// এবার Save এ ক্লিক করে বেরিয়ে আসুন । এবার আপনার ব্লগে গিয়ে দেখুন আশাকরি কাজ হয়ে যাবে ।

~>> তাহলে আজাকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।

 

আমার ব্লগ । ফেসবুক ফ্যান পেজ 

Series Navigation<< ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৩] :: ডাউনলোড করে নিন সুন্দর একটি ব্লগার টেম্পলেট ।ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৫] :: Animated android Bird শুধু মাত্র ব্লগার ব্লগে জন্য । নতুন স্টাইল । >>