এটি 28 পর্বের ব্লগার টিউটোরিয়াল বিষয়ক টিউনের 19 পর্ব

বন্ধুরা অনেক দিন পর পিসি হেল্প সেন্টার বিডি তে পোস্ট করতে বসলাম কিছু কারনে পোস্ট করা হয় নি আসাকরছি আবার নিয়মত পোস্ট করতে পারব । যাই হোক আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্ব পূর্ণ একটা টিপস শেয়ার করতে যাছি । তাই পোস্ট টি একটু বড় হতে পারে পোস্ট বড় দেখে ঘাবড়ে যাবেন না কারণ টিপসটি প্রতিটি ব্লগার ব্যবহার কারির কাছে খুব গুরুত্ব পূর্ণ । আজকে আমি আপনাদের দ্যাখাবো কিভাবে আপনি আপনার ব্লগার ব্লগ এর সাইট ম্যাপ কে গুগল এ সাবমিট করবেন । ব্যাপার হয়তো অনেকেই বুজতে পারলেন না তাহলে একটু খুলে বলি , আপনি আপনার ব্লগে নিয়েমিত পোস্ট করে যাছেন কিন্তু সেই পোস্ট গুল গুগল এ সার্চ করলে খুজে পাছেন না এর কারণ আপনার সাইটের সেই সকল পোস্ট গুল গুগল এ ঠিক ভাবে ইনডেক্স হয়নি তাই সেকল পোস্ট গুল আপনি দেখতে পাছেন না আর এই কারনে আপনার ব্লগে ভাল ভাল পোস্ট থাকলেও ভাল মানের ভিজিটর পাছেন না । আশাকরি ব্যাপার টা কিছুটা হয়ে বুজতে পারেন । তাহলে বেশি কথা না বলে চলুন দেখে নিই কিভাবে  সাইট ম্যাপ সাবমিট করতে হয় । এর আগে আমি দেখিয়ে ছিলাম Bing এ সুবমিট করা নিয়ে । যারা আমার সেই পোস্ট দেখেন নিন তারা এখানে ক্লিক করে দেখে নিন ।

 

 

  • কিভাবে সাইট ম্যাপ গুগলে সাবমিট করবেন ? 
  • প্রথমে Google Webmaster Tools  এ ক্লিক করুন তারপর আপনার ব্লগ এর Email এবং Password দিয়ে লগ অন করুন তাহলে আপনি আপনার ব্লগ এর হোম পেজ দেখতে পাবেন । সেখানে ডান পাশ থেক Manage Site এ ক্লিক করুন তারপর  Add or Remove Users এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 
 
 
  • এবার যে পেজ ওপেন হবে সেখান থেকে Manage Site Owners এ ক্লিক করুন তারপর একটি নতুন পেজ ওপেন হবে সেখান থেকে Verify Using Different Method এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 
 
 
 
  • Verify Using Different Method এ ক্লিক আর একটি পেজ ওপেন হবে সেখান থেকে HTML TAG এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 
 
 
  • এবার ওই পেজ এর উপরে দেখুন একটা Mata tag – মেটা ট্যাগ দেখতে পাবেন সেটি কে কপি করে নিন । নীচের চিত্রে দেখুন । 
 
 
  • এবার অন্য একটি ব্রাউজার এর অন্য একটি ট্যাব ওপেন করে আপনার ব্লগ এর ড্যাশ বোর্ড এ জান । তারপর Edit HTML এ ক্লিক করে নীচের কোড টিকে খুজে বার করুন । 
 
 
<head>
  • এবার কপি করা মেটা ট্যাগ টিকে উপরের কোড এর ঠিক নীচে পেস্ট করুন নামে বসিয়ে দিন । নীচের চিত্রে দেখুন । 
 
  • এবার Template সেভ করে বেরিয়ে আসুন Google Webmaster Tools এ এবং যেখান থেকে মেটা ট্যাগ কপি করেছিলেন তার নীচে VERIFY বটনে ক্লিক করে VERIFY করে নিন । নীচের চিত্রে ।  
 
 
 
  • উপরের কাজ ঠিক ভাবে করলে VERIFY করার পর আপনাকে Congratulations Message দিবে সেখানে Continue এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 
 
 
 
  • এবার  Google Webmaster Tools ড্যাশবোর্ড থেকে Site map – সাইট ম্যাপ এ ক্লিক করুন নীচের চিত্রে দেখুন । 
 
 
 
  • এবার ডান পাশ থেকে Add/Test Sitemap এ ক্লিক করে সেই ফাকা ঘরে নীচের কোডটি কপি করে  Add/Test Sitemap এর ঘরে পেস্ট করুন । নীচের চিত্রে দেখুন । 
 
 
 
atom.xml?redirect=false&start-index=1&max-results=500
  • এবার Submit Sitemap এ ক্লিক করুন । তাহলে নীচের মতো আসবে সেখানে Refresh the page এ ক্লিক করুন । 
 
 
 
  • ব্যাস হয়েগেল আপনার ব্লগ এর সাইট ম্যাপ গুগল এ সাবমিট করার । নীচের চিত্রে দেখুন । 
 
 
 
  • এবার আপনি সাতদিন মতো গুগল মামাকে সময় দিন তার কাজ করার জন্য । আর হ্যাঁ যেহেতু উপরের যে কোড আমি দিয়েছি তাঁতে গুগল ৫০০ টি সাবমিট করবে আপনার যদি আরও দরকার হয় তাহলে নীচের কোড গুল কপি করে সে টেক্সট ঘরে বসিয়ে দিন  ।
 
 
atom.xml?redirect=false&start-index=1&max-results=500
atom.xml?redirect=false&start-index=500&max-results=1000
  • আশাকরি আপনাদের বুজতে কোন সমস্যা হল কোন সমস্যা হলে আমি আছি । খুব কষ্ট করে পোস্ট গুল করছি শুধু মাত্র আপনাদের জন্য তাই একটি কমেন্ট করে জানতে ভুলবেন না ক্যামন লাগলো । তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দ্যাখা হবে নতুন কিছু নিয়ে । ভাল থাকবেন সুস্থ থকাবেন ।আল্লাহ্‌ হাফেজ । 

 

  • পোস্টটি আমার দ্বারা পূর্বে প্রকাশিত এখানে । সময় পেলে ঘুরে আসুন । 

 

  • আমার ফেসবুক ফ্যান পেজ এখানে ঘুরে আসুন ভাল লাগলে লাইক দিন । আর হ্যাঁ আপনারা আমাকে এখানে জানাতে পারেন ব্লগা নিয়ে আপনাদের কি ধরনের পোস্ট চাই , আমার জানা থাকলে আমি শেয়ার করতে চেষ্টা করবো । 
Series Navigation<< ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৮] :: আপনার ব্লগার ব্লগের Favicon কিভাবে পরিবর্তন করবেন দেখেনিন ।ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২০] :: আপনার ব্লগে যুক্ত করে নিন একটি অসাধারন CSS Blockquote আর আপনার পোস্টকে করে তুলুন আর সুন্দর । >>