ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১১] :: টেম্পলেট সেট করার নিয়ম
MD Aslam parvez | ২,৬৫৪ বার পঠিত | মে ৩, ২০১৩ | ব্লগার | ৫ | ১০:৩৬ AM |
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০১] :: ব্লগ তৈরী
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০২] :: ড্যাশবোর্ড পরিচিতি
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৩] :: আপনার ব্লগে বৃষ্টির মতো ফুল ঝরুক
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৪] :: দারুন কিছু Scroll To top buttons
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৫] :: অসাধারণ কিছু mouse cursor
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৬] :: নিন কিছু অসধারন Numbered Page Navigation
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৭] :: যুক্ত করুন দারুন একটি ফেসবুক লাইক বক্স
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৮] :: যুক্ত করুন দারুন একটি Twitter Follow me বাটন
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৯] :: যুক্ত করে নিন facebook comment বক্স
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১০] :: পোস্ট করার নিয়ম
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১১] :: টেম্পলেট সেট করার নিয়ম
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১২] :: বিভাগ যুক্ত করার নিয়ম ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৩] :: যুক্ত করুন একটি সুন্দর NEXT এবং PREVIOUS বটন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৪] ::আপনার ব্লগার ব্লগের SCROLLING BAR পরিবর্তন করে একটি সুন্দর SCROLLING BAR যুক্ত করে নিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৫] :: আপনার ব্লগার ব্লগে HTML কোড পোস্ট করুন ভিন্ন স্টাইলে ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৬] :: আপনার ব্লগার ব্লগে কিভাব READ MORE অপশন যুক্ত করবেন দেখে নিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৭] :: আপনার ব্লগার ব্লগে যুক্ত করে নিন GOOGLE+ কমেন্ট বক্স ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৮] :: আপনার ব্লগার ব্লগের Favicon কিভাবে পরিবর্তন করবেন দেখেনিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৯] :: গুগলে আপনার ব্লগার ব্লগের Sitemap – সাইট ম্যাপ সাবমিট করুন । ( মেগা পোস্ট )
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২০] :: আপনার ব্লগে যুক্ত করে নিন একটি অসাধারন CSS Blockquote আর আপনার পোস্টকে করে তুলুন আর সুন্দর ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২১] :: দেখেনিন কিভাবে আপনার ব্লগার ব্লগের Background,Font Size & Font Family পরিবর্তন করবেন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২২] :: কিভাবে ব্লগ এডিট করবেন সঙ্গে ব্লগার ব্লগ এর নতুন টেমপ্লেট এডিটর ইন্টারফেস এর সাথে পরিচিত হয়েনিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৩] :: ডাউনলোড করে নিন সুন্দর একটি ব্লগার টেম্পলেট ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৪] :: ফেসবুক Pop out লাইক ওয়েডগেট ব্লগার ব্লগ এর জন্য । দেখুন দারুন লাগবে ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৫] :: Animated android Bird শুধু মাত্র ব্লগার ব্লগে জন্য । নতুন স্টাইল ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৬] :: প্রতিটি পোস্ট এর নীচে অসাধারন একটি লেখক পরিচিতি বক্স যুক্ত করুন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৭] :: ওয়ার্ডপ্রেস ব্লগকে ব্লগার ব্লগে কনভার্ট ( Convert ) করুন । A to Z টিউটোরিয়াল ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৮] :: আপনার ব্লগের পোস্ট অন্য কেউ কপি করছে ! তাহলে আজি DMCA – Google এ রিপোর্ট করুন ।

আল্লাহ্ এর নাম নিয়ে আজকে আমি ব্লগার নিয়ে চতুর্থ পোস্ট শুরু করছি । এর আগে আমি দেখিয়ে ছিলাম কিভাবে ব্লগ তৈরী করতে হয় , ড্যাশবোর্ড পরিচিতি , এবং পোস্ট করার নিয়ম , যারা আমার আগের সেই সকল পোস্ট দেখেন নি তারা যথাক্রমে দেখে নিন > ১) এখানে ২) এখানে ৩) এখানে ক্লিক করে । আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগার ব্লগের থিম বা টেম্পলেট পরিবর্তন করতে হয় । এর জন্য নীচের টিপস গুল একটু লক্ষ করুন ।
*প্রথমে এখান থেকে আপনার পছন্দ মতো একটি টেম্পলেট ডাউনলোড করে ফেলুন । তারপর নীচের ধাপগুলো উনসরন করুন ।
১) Template ডাউনলোড সম্পূর্ণ হলে এবার আপনার ব্লগার ব্লগ লগ অন করুন , তারপর ড্যাশবোর্ড থেকে Template অপশনে যান তারপর ডান দিকের উপরে দেখুন Backup/Restore নামে একটি অপশন আছে তাতে ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
* উপরের কাজ ঠিক ভাবে করলেই নীচের চিত্রের মতো একটি পেজ ওপেন হবে । এখানে Download full Template এ ক্লিক করে আগের Template টি ডাউনলোড করে ফেলুন তারপর Choose file এ ক্লিক করে আপনার ডাউনলোড করার Template টি Upload করে তারপর Upload বটনে ক্লিক করুন । ব্যাস হয়ে গেল Template সেট করার । নীচের চিত্রে দেখুন ।
( বিঃদ্রঃ আমি যে লিঙ্ক দিয়েছি সেখান থেকে Template ডাউনলোড করে Win RAR দিয়ে ওপেন করুন তারপর XML নামক ফাইল টি Upload করবেন । )
* আশাকরি বুজতে কোন অসুবিধা হয় নি আর কোন অসুবিধা হলে আমাকে জানাবেন আমি হেল্প করার চেষ্টা করবো ।
* তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে । আল্লা হাফেজ ।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
হুম স্বাগতম ১০০ নং পোষ্টে। কিন্তু ভাই আপনি আপনার ধারাবাহিক পোষ্ট গুলো দেখুন, http://www.pchelpcenterbd.com/blogsport-bangla-tutorial এখানে আপনার পর্ব ৪ নামে একটি পোষ্ট লেখা হয়েছে, একটু সাজিয়ে সিরিয়াল মেন্টেন করে পোষ্ট করার জন্য অনুরোধ করা হল।
o ho, apni sajiya diyachen , ami dakhi ni, ami to ekebare prothom theke korchilam , thik ache kore dichi .
ওকে।
আমি Radiale টেমপ্লেটটি ডাউনলোড করছি, কিন্তু সেইখানে তো __MACOSX এবং Radiale নামে 2টি ফোল্ডার আছে, সেইখানে তো কোন XML নামে নাই, কি করবো, একটু বলবেন
হু হু হু ভাই জান ,আপনাকে ধন্যবাদ/////////////