এটি 28 পর্বের ব্লগার টিউটোরিয়াল বিষয়ক টিউনের 8 পর্ব

 

আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আশাকরি আপানরা সবাই ভাল আছেন , আমিও আপনাদের দোয়াতে খুব ভাল আছি । সে যাই হোক আবারও আপনাদের জন্য ব্লগার নিয়ে পোস্ট করতে বসেগেলাম । আজকের এই পোস্টে আপনাদের কে দেখাবো আপনার প্রিয় ব্লগার ব্লগে কিভাবে একটি Twitter Follow me বটন যুক্ত করবেন । এই কাজটি করার জন্য নিচে যান ।

* প্রথমে আপনার ব্লগার লগ অন করুন তারপর >  Layout > Add a Gadget > HTML/JavaScript এ গিয়ে Content বক্সে নীচের কোড টি কপি করে পেস্ট করুন তারপর Save এ ক্লিক করে বেরিয়ে আসুন । নীচের চিত্রের দেখুন >>

 

 

 

 

<center> <object data=”http://www.buzzbuttons.com/BUTTON12/twitbutton.swf” height=”202” type=”application/x-shockwave-flash” width=”182“><param name=”movie” value=”http://www.buzzbuttons.com/BUTTON12/twitbutton.swf”></param> <param name=”allowscriptaccess” value=”always”></param> <param name=”menu” value=”false”></param> <param name=”wmode” value=”transparent”></param> <param name=”flashvars” value=”username=Asobondhu“></param> <embed src=”http://www.buzzbuttons.com/BUTTON12/twitbutton.swf” type=”application/x-shockwave-flash” allowscriptaccess=”always” width=”182” height=”202” menu=”false” wmode=”transparent” flashvars=”username=Asobondhu“></embed></object></center>

 

 

*এবার লাল দাগ দিয়ে যে Asobondhu আছে সেখানে আপনার Twitter ইউজার নাম বসান । আর গলাপি দাগে যে নাম্বার আছে সে গুল থেকে আপনি height এবং width আপনার প্রয়জন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ।

 

*আল্লা হাফেজ*

Series Navigation<< ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৭] :: যুক্ত করুন দারুন একটি ফেসবুক লাইক বক্সব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৯] :: যুক্ত করে নিন facebook comment বক্স >>