- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০১] :: ব্লগ তৈরী
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০২] :: ড্যাশবোর্ড পরিচিতি
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৩] :: আপনার ব্লগে বৃষ্টির মতো ফুল ঝরুক
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৪] :: দারুন কিছু Scroll To top buttons
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৫] :: অসাধারণ কিছু mouse cursor
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৬] :: নিন কিছু অসধারন Numbered Page Navigation
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৭] :: যুক্ত করুন দারুন একটি ফেসবুক লাইক বক্স
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৮] :: যুক্ত করুন দারুন একটি Twitter Follow me বাটন
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৯] :: যুক্ত করে নিন facebook comment বক্স
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১০] :: পোস্ট করার নিয়ম
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১১] :: টেম্পলেট সেট করার নিয়ম
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১২] :: বিভাগ যুক্ত করার নিয়ম ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৩] :: যুক্ত করুন একটি সুন্দর NEXT এবং PREVIOUS বটন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৪] ::আপনার ব্লগার ব্লগের SCROLLING BAR পরিবর্তন করে একটি সুন্দর SCROLLING BAR যুক্ত করে নিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৫] :: আপনার ব্লগার ব্লগে HTML কোড পোস্ট করুন ভিন্ন স্টাইলে ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৬] :: আপনার ব্লগার ব্লগে কিভাব READ MORE অপশন যুক্ত করবেন দেখে নিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৭] :: আপনার ব্লগার ব্লগে যুক্ত করে নিন GOOGLE+ কমেন্ট বক্স ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৮] :: আপনার ব্লগার ব্লগের Favicon কিভাবে পরিবর্তন করবেন দেখেনিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৯] :: গুগলে আপনার ব্লগার ব্লগের Sitemap – সাইট ম্যাপ সাবমিট করুন । ( মেগা পোস্ট )
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২০] :: আপনার ব্লগে যুক্ত করে নিন একটি অসাধারন CSS Blockquote আর আপনার পোস্টকে করে তুলুন আর সুন্দর ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২১] :: দেখেনিন কিভাবে আপনার ব্লগার ব্লগের Background,Font Size & Font Family পরিবর্তন করবেন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২২] :: কিভাবে ব্লগ এডিট করবেন সঙ্গে ব্লগার ব্লগ এর নতুন টেমপ্লেট এডিটর ইন্টারফেস এর সাথে পরিচিত হয়েনিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৩] :: ডাউনলোড করে নিন সুন্দর একটি ব্লগার টেম্পলেট ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৪] :: ফেসবুক Pop out লাইক ওয়েডগেট ব্লগার ব্লগ এর জন্য । দেখুন দারুন লাগবে ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৫] :: Animated android Bird শুধু মাত্র ব্লগার ব্লগে জন্য । নতুন স্টাইল ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৬] :: প্রতিটি পোস্ট এর নীচে অসাধারন একটি লেখক পরিচিতি বক্স যুক্ত করুন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৭] :: ওয়ার্ডপ্রেস ব্লগকে ব্লগার ব্লগে কনভার্ট ( Convert ) করুন । A to Z টিউটোরিয়াল ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৮] :: আপনার ব্লগের পোস্ট অন্য কেউ কপি করছে ! তাহলে আজি DMCA – Google এ রিপোর্ট করুন ।
বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি ভালো ও সুস্থ আছেন । আজকে আমি আপনাদের সাথে খুব কাজের একটি টিপস শেয়ার করবো আশাকরি আপনাদের খুব খুব কাজে আসবে । বর্তমান সময়ে প্রতিনিয়েত দেখা যাছে কোন না কোন ব্লগ থেকে অন্য একজন ব্লগার পোস্ট কপি করে নিজের নামে চলাছে সে ভাবছে আপনার কিছুই করার নাই তাহলে তার ধারনা সম্পূর্ণ ভুল আছে DMCA – Google এ আপনি আজি রিপোর্ট করুন দেখুন সত্যিই যদি প্রমানিত হয় সে আপনার পোস্ট কপি করে নিজের ব্লগে পোস্ট করেছে তাহলে তার পোস্ট মুছে ফেলবে এমন কি ব্লগ ডিলিট হয়েযেতে পারে যদি সেই বাক্তি গুগল google adsense ও বাতিল হয়ে যেতে পারে ।
তাই সবার উচিত নিজের যানা কিছু নিয়ে ব্লগিং শুরু করা এতে লিখার ও ব্লগ এর মান বাড়ে । তাহলে দেখে নিন কিভাবে আপনার DMCA তে রিপোর্ট করে আপনার কপি করা পোস্ট ডিলিট করিয়ে দেবেন। এর জন্য আপনাকে আমার নীচের স্টেপ গুলো দেখে দেখে করতে হবে ।
ব্লগার ডিএমসিএ হল সম্পূর্ণ ফ্রী একটি সার্ভিস এটা এটা ব্যবহার করে আপনি যেকোনো কপি করা ডুপ্লিকেট পোস্টকে খুব সহজে মুছে দিতে সাহায্য করে । এটা করা খুবি সোজা শুধু ছোট্ট একটি ফর্ম পুরন করতে হবে ব্যাস যা করার তারাই করবে ।
১// এর জন্য প্রথমে আপনাকে Blogger DMCA Complaint Form এ যেতে হবে । তারপর সাধারন কিছু স্টেপ আছে নীচে দেখুন ।
২// এবার উপরের লিঙ্কে ক্লিক করলে একটি পেজ আসবে সেখান থেকে Contact Information এ যান সেখানে দরকারি সব কিছু দিয়ে ফর্ম পুরন করুন । নীচের চিত্রে দেখুন ।
৩// উপরের স্টেপে দেখুন আপনার নাম , আমার কাম্পানি নাম , আপনি যদি আপনার ব্লগের মালিক হন তাহলে সেখানে আপনার সম্পূর্ণ নাম লিখুন যেটা আপনার ব্লগে আছে । তারপর আপনার ইমেল দিন যাতে তারা আমাকে মেল করতে পারে । এবার Cuntry of residence থেকে আপনার দেশ নির্বাচন করুন ।
৪// এবার আপনি নীচের দুটি ফর্ম পাবেন সেখানে যথাক্রমে পুরুন করুন আপনার এবং যে কপি করেছে তার বিস্তারিত দিয়ে তারপর সব শেষ সেই লিঙ্ক দিয়ে দিবেন লাইন বাই লাইন দেবেন । নীচে চিত্রে দেখুন ।
৫// এবার চেক বক্স গুলিতে ঠিক দিয়ে দিন । এবং আপনার সিগ্নিচার করতে বলেছে যেখানে সেখানে আপনার সম্পূর্ণ নাম লিখুন ব্যাস । নীচের চিত্রে দেখুন ।
৬// ব্যাস এবার সব কাজ শেষ এবার সেন্ড করার পালা এর জন্য Submit বাটনে ক্লিক করুন ব্যাস কাজ শেষ । এখানে আপনি আপনাদের সাধারন ভাবে বিস্তারিত বোঝনোর চেষ্টা করলাম বোঝাতে গিয়ে কোথাও ভুল হলে আমাকে ভুল ধরিয়ে দেবেন ।
আজকের এই পোস্ট যদি আপনাদের ভালো লাগে এবং মনে হয় কাজে আসবে তাহলে অবশ্যই আমাকে যানাতে ভুলবেন না আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন । সবার সাথে জ্ঞান বিতরন করুন এর ফলে আরও জ্ঞান বাড়বে বই কমবে না । ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কিছু দেখা হবে । আল্লাহ্ হাফেজ ।
পোস্টটি পূর্বে প্রকাশিত এখানে সময় পেলে ঘুরে আসুন ।
ব্লগার বিষয়ক বিভিন্ন ওয়েডগেট , SEO , টিপস ইত্যাদি পেতে যোগ দিন > www.asobondhu.blogspot.com
অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য, এই ধরনের পোষ্ট আপনার কাছ থেকে আরো আশা করি।