ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৫] :: Animated android Bird শুধু মাত্র ব্লগার ব্লগে জন্য । নতুন স্টাইল ।
MD Aslam parvez | ২,৩৯৮ বার পঠিত | এপ্রিল ৪, ২০১৪ | ব্লগার | No | ৩:০৭ PM |
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০১] :: ব্লগ তৈরী
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০২] :: ড্যাশবোর্ড পরিচিতি
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৩] :: আপনার ব্লগে বৃষ্টির মতো ফুল ঝরুক
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৪] :: দারুন কিছু Scroll To top buttons
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৫] :: অসাধারণ কিছু mouse cursor
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৬] :: নিন কিছু অসধারন Numbered Page Navigation
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৭] :: যুক্ত করুন দারুন একটি ফেসবুক লাইক বক্স
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৮] :: যুক্ত করুন দারুন একটি Twitter Follow me বাটন
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৯] :: যুক্ত করে নিন facebook comment বক্স
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১০] :: পোস্ট করার নিয়ম
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১১] :: টেম্পলেট সেট করার নিয়ম
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১২] :: বিভাগ যুক্ত করার নিয়ম ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৩] :: যুক্ত করুন একটি সুন্দর NEXT এবং PREVIOUS বটন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৪] ::আপনার ব্লগার ব্লগের SCROLLING BAR পরিবর্তন করে একটি সুন্দর SCROLLING BAR যুক্ত করে নিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৫] :: আপনার ব্লগার ব্লগে HTML কোড পোস্ট করুন ভিন্ন স্টাইলে ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৬] :: আপনার ব্লগার ব্লগে কিভাব READ MORE অপশন যুক্ত করবেন দেখে নিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৭] :: আপনার ব্লগার ব্লগে যুক্ত করে নিন GOOGLE+ কমেন্ট বক্স ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৮] :: আপনার ব্লগার ব্লগের Favicon কিভাবে পরিবর্তন করবেন দেখেনিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৯] :: গুগলে আপনার ব্লগার ব্লগের Sitemap – সাইট ম্যাপ সাবমিট করুন । ( মেগা পোস্ট )
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২০] :: আপনার ব্লগে যুক্ত করে নিন একটি অসাধারন CSS Blockquote আর আপনার পোস্টকে করে তুলুন আর সুন্দর ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২১] :: দেখেনিন কিভাবে আপনার ব্লগার ব্লগের Background,Font Size & Font Family পরিবর্তন করবেন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২২] :: কিভাবে ব্লগ এডিট করবেন সঙ্গে ব্লগার ব্লগ এর নতুন টেমপ্লেট এডিটর ইন্টারফেস এর সাথে পরিচিত হয়েনিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৩] :: ডাউনলোড করে নিন সুন্দর একটি ব্লগার টেম্পলেট ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৪] :: ফেসবুক Pop out লাইক ওয়েডগেট ব্লগার ব্লগ এর জন্য । দেখুন দারুন লাগবে ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৫] :: Animated android Bird শুধু মাত্র ব্লগার ব্লগে জন্য । নতুন স্টাইল ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৬] :: প্রতিটি পোস্ট এর নীচে অসাধারন একটি লেখক পরিচিতি বক্স যুক্ত করুন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৭] :: ওয়ার্ডপ্রেস ব্লগকে ব্লগার ব্লগে কনভার্ট ( Convert ) করুন । A to Z টিউটোরিয়াল ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৮] :: আপনার ব্লগের পোস্ট অন্য কেউ কপি করছে ! তাহলে আজি DMCA – Google এ রিপোর্ট করুন ।
বন্ধুরা সবাই আশাকরি ভালো ও সুস্থ আছেন । আমিও আপনাদের দোয়াই ও আল্লাহ্ এর রহমতে খুব ভালো ও সুস্থ আছি । যাই হোক অন্য দিনের মতো আজকেও আমি আপনাদের জন্য সুন্দর একটি ব্লগার টিপস নিয়ে এলাম । আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগে Animated android Bird যুক্ত করবেন । হুম এটা ব্যবহার করার জন্য আপনার একটি টুঁটার অ্যাকাউন্ট থাকতে হবে । তাহলে চলুন শুরু করে দিই ।
কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেনঃ
১// আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন ।
২// এবার Add a Gadget এ ক্লিক করে HTML/Javascript এ ক্লিক করুন ।
৩// Title ঘর ফাকা রেখে Content ঘরে নীচের কোড গুলো কপি করে পেস্ট করুন ।
<script type=”text/javascript” src=”http://makingdifferent.github.io/blogger-widgets/flying_android_man.js”\></script>
<script type=”text/javascript”>
var twitterAccount = “
asobondhu“;var tweetThisText = “
Follow Me“;tripleflapInit();
</script><noscript><span style=”font-size:11px;”><a href=””></a></span></noscript>
নোটঃ উপরের কাটা লিখা asobondhu মুছে সেখানে আপনার টুইটার ইউজার নাম দিন । কাটা লিখা Follow Me মুছে সেখানে আপনার পছন্দ মতো নাম দিন ।
৪// এবার Save এ ক্লিক করে আপনার ব্লগ দেখুন কাজ হয়েগেছে ।
► পোস্টে কোন রকম সমস্যা হলে আমাদের ফেসবুক হেল্প গ্রুপে জানাতে পারেন আমার ফেসবুক হেল্প গ্রুপ https://www.facebook.com/groups/asobondhu/
► তাহলে আজকের মতো এই পর্যন্ত পোস্টটি ভালো লাগলে কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন ।
▬ভালো থাকবেন সুস্থ থাকবেন▬
▬আল্লাহ্ হাফেজ▬
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
২,৩৯৮ বার পঠিত | এপ্রিল ৪, ২০১৪ | ৩:০৭ PM