বিসমিল্লাহীর রহমানির রাহীম
Malware সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। কারণ এখন কমবেশী সকলেই Malware সম্পর্কে জানেন। তার পরও যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে বলছি……
Malware হচ্ছে একধরনের malicious software যেমন ধরেন একধরনের ভাইরাস, যা স্পেশালি আপনার কম্পিউটারকে, তথা কম্পিউটার এর os বা অপারেটিং সিম্টেমকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যায় ।
তাই সাধারণভাবেই সবসময় আমাদের পিসি গুলোকে Malware মুক্ত রাখতে হয়। তবে এন্টিভাইরাসই এর জন্য যথেষ্ট। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি যে, কিছু কিছু Malware কে অনেক সময় এন্টিভাইরাস মিস করে। আবার অন্য এন্টিভাইরাস দিয়ে চেক করলে ধরা পড়ে।
তাই নিয়মিত ব্যবহৃত এন্টিভাইরাসটির সাথে যদি হালকা ধরনে আরেকটি এন্টিভাইরাস জাতীয় সফটওয়্যার ব্যবহার করা যায় তাতে মনে হয় পিসির জন্য ভালোই হবে।
MCShield Anti-Malware Tool হিসাবে ভালোই কাজ করে। শুধু তাই নয়, এটি আপনার পিসির গতিকেও স্লোও করে না
এছাড়াও এটি একটি Free ware অর্থাৎ 100% ফ্রি সফটওয়্যার। কোন লাইসেন্স-কীজেন-ক্র্যাক এর প্রয়োজন বা ঝামেলা নেই। শুধু সেটআপ দিলেই চলবে
MCShield Anti-Malware Tool সফটওয়্যারটি ডাউনলোড করতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন। ওজন মাত্র 2 মেগাবাইটের মত।
http://uppit.com/i98byx2n4fod/MCShield_techtonesbd.com.zip
ডাউনলোড হয়ে গেলে সেটআপ দিন। একেবারেই সহজ ইন্টারফেস। যার ফলে আপনি সহজেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন ইনশআল্লাহ।
প্রথম প্রকাশিত হয়েছিল এখানে।
=============আমার ছোট্র ব্লগে সকলকে দাওয়াত দিলাম================
আল্লাহ হাফেজ।
হুম ভাই অসংখ্য ধন্যবাদ।
স্বাগতম।
😀
আপনার নামের www. কেটে দিন।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।