কেমন আছেন সবাই? আমার আজকের ভিডিওতে মজার এক টিপস শেয়ার করছি। টিপসটি সকল এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দরকারী। আপনারা কি জানেন আমাদের ফোনে ব্যবহৃত অনেক এপস আমাদের অজান্তেই অনেক ডাটা শেষ করে দেয়। এখন আমার টিপসটি হল কিভাবে আপনি এই বিষয়টি বন্ধ করবেন।

চলুন শুরু করি। প্রথমে আপনাকে আপনার মোবাইলের সেটিংস অপশনে যান। এখান থেকে সিলেক্ট করুন মোবাইল ডাটা। তারপর যেতে হবে ডাটা সেভার অপশনে। দেখুন এখানে এটি অফ করা আছে। আপনার কাজ হল এটি অন করা। এখন এখানে যে এপসগুলো আছে সেখানে আপনার পছন্দমত এপসের টিক মার্ক তুলে দিন। এরপর আপনার কাজ শেষ। আপনার বুঝার সুবিধার জন্য পোস্টটি ভিডিওতে দেখানো হয়েছে। তাই না বুঝে থকলে উপরের ভিডিওটি দেখে নিন জলদি।

আমার এই টিপসটি ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।