আমাদের মধ্যে অনেকেই অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান, কিন্তু কম্পিউটার না থাকার কারণে অথবা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে যথেষ্ট ধারনা না থাকার কারণে তাদের সেই স্বপ্ন’টা অপূর্ণই থেকে যায়। তাই আজ সেই সকল স্বপ্নচারী’দের জন্য আমি এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপের রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করবো, যেটি একটি পেইড অ্যাপ কিন্তু আমি আপনাদের জন্য সেই অ্যাপ’টির মডিফাইড ভার্সন নিয়ে এসেছি এবং এই অ্যাপ’টি ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনেই নিজের মনের মতো অ্যানিমেশন ভিডিও তৈরি করতে সক্ষম হবেন।
তাহলে শুরু করা যাক…
প্রথমেই বলে রাখছি, এই অ্যাপের অনেকগুলো ফিচার্স ব্যবহার করতে হলে আপনার ফোনের ডাটা কানেকশন চালু রাখতে হবে। Animate It Plus (MOD) অ্যান্ড্রয়েড অ্যাপ Animate It Plus অ্যাপ-এর নামঃ Animate It অ্যাপ ভার্সনঃ ৫.১.০ অ্যাপ সাইজঃ 23 MB অ্যাপ ডেভেলপারঃ Stenson সাপোর্টেড অ্যান্ড্রয়েড ভার্সনঃ অ্যান্ড্রয়েড ভার্সন ৪.০+ ApkHome থেকে ডাউনলোড করুন
বিশেষত্ব সমূহ
• ইজি-টু-ইউজ ইন্টারফেস। • গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা থাকার কোনো প্রয়োজন নেই। • গ্রাফিক্স ডিজাইনের সব সামগ্রী অ্যাপের মধ্যেই পাবেন। স্ক্রিনশট সমূহ আশা করছি এই অ্যাপ’টি ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনেই নিজের মনের মতো অ্যানিমেশন ভিডিও তৈরি করতে সক্ষম হবেন
সৌজন্যঃ TipsNow24.Com