শিরোনাম দেখে বিশ্বাস হচ্ছে না, তাইতো ? বিশ্বাস না হবারই কথা, বিজ্ঞান এমন পর্যায়ে পৌঁছেছে এমন অনেক কিছুই আমাদের বিশ্বাস এবং ধারণার বাহিরে। যাইহোক নিজেই দেখুন এখানে ক্লিক করে  ডাউনলোড করেন। তাহলেই বোঝতে পারবেন। এপটির নাম আলাপচারী
আপনার মাথায় যদি নানান রকম প্রশ্ন সকাল-দুপুর ঘুরঘুর করে, আপনার যদি জানতে ইচ্ছে হয় যে আপনি যেটা ভাবছেন সেটা আদো সঠিক কিনা কিংবা এই বিষয়ে অন্যেরা কি ভাবছে, উক্ত বিষয়ে অন্যদের মতামত কি হতে পারে –তাহলে আপনার জন্যই আলাপচারী  । যা জানেন না কিন্তু জানতে চান তা নিয়ে প্রশ্ন করুন, আপনার জানা বিষয়গুলো নিয়ে উত্তর লিখুন, ভালো লেখকদের অনুসরণ করুন এবং মেতে উঠুন প্রশ্ন আর উত্তরের বুদ্ধিভিত্তিক খেলায়। App টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

এপসটি ডাউনলোড করে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন কেননা জ্ঞান অর্জন একটি ভাল কাজ এবং ভাল প্রচার করাও একটি ভাল কাজ আর সবচেয়ে বড় কথা সোনার বাংলার ডেভেলপারদের উৎসাহ করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, সময় পেলে এই ব্লগে ঘুরে আসবেন