আসাকরি সবাই ভালোই আছেন।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এস্যেছি আমার নজরের শেরা তিনটি লাইভ ওয়ালপেপার যা আমি এই প্রাই ১-২বছর ধরে ব্যবহার করে আসছি, তাই আমার বিশ্বাস আপনিও এই ওয়ালপেপার গুলি পছন্দ করবেন।
অনেকের কাছে হয়তো এই ওয়ালপেপার গুই আগে থেকে থাকতে পারে তাদের জন্য আমি এই টিউন করিনি কিন্তু আমার নতুন ভাইদের জন্য এবং যারা এই ওয়ালপেপার গুলো পাইনি তাদের জন্য আমার এই টিউন,
তাহলে চলুন শুরু করা জাক।
প্রথম যে টার কথা বলব তার নাম হচ্ছে ঃ
এই ওয়ালপেপারের নাম শুনেই বুঝতে পেরেছেন ওয়াল টি কেমন হবে? না পারলে নিচের চিত্র টা দেখুন
শুধু এই চারটি ব্যগরাওন্ডঅই না আরো দুটো আছে মোট ছটা।
এই ওয়ালপেপার টি ডাওনলোড করতে এখানে ক্লিক করুন।
দ্বিতীও যে এপটি নিয়ে এসেছি তার নামঃ
এই এপটি সম্পুর্ন থ্রিডি এবং খুবই ইউনিক, এই এপের কাজ হল আপনার স্ক্রিন টিকে সুন্দর গাছ এবং ফুলে ভর্তি করে ফেলা, এই গাছ বাড়তেই থাকবে এবং ফুলফুটতেই থাকবে, নিচের চিত্রে দেখুন
আপনি চাইলে এর ব্যগরাওন্ডে নিজের ছবি বা অন্য কালার দিয়ে আপনার মনের মতো করে সাজাতে পারবেন।
এপটি ডাওনলোড করতে এখানে ক্লিক করুন।
সর্বশেষ যে এপটির কথা বলব তার নামঃ
৩) G3
এটি LG G3 মোবালের খুবি জনপ্রিও ওয়ালপেপার এই এপটি আপনার ফোনকে রঙ্গে রঙ্গে সাজিয়ে তুলবে জা দূর থেকে দেখলেও আপনার ফোন কে খুবি সুন্দর দেখাবে। নিচের চিত্রে দেখুন।
এখানে আমি চারটি ছবি দিয়েছি আপনি মোট চটা ব্যগ্রাওন্ড চেঞ্জ করতে পারবেন।
এই এপটি ডাওনলোড করতে এখানে ক্লিক করুন।
বিঃদ্রঃ- এপগুলো যদি ডাওনলোড করতে ওসুবিধা হয় তাহলে নিচের চিত্রের দেখে নিন কি ভাবে ডাওনলোড করবেন