প্রিয় পাঠক বৃন্দ , আপনারা কেমন আছেন ?? আশা করি অনেক ভাল। আজও একটি নতুন টিউন নিয়ে হাজির হলাম আপনাদের কাছে । আজকে আমি যে এ্যাপস্ টি নিয়ে এসেছি তা আপনারা শিরোনাম দেখে হয়তোবা বুঝে নিয়েছেন। ঠিক তাই, আজ আপনাদের জন্য এমন একটি এ্যাপস নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি দূরত্ব নির্নয় করতে পাবেন । এ্যাপটির নাম হল-smart Measure ,সাইজ মাত্র- 3.3 মেগাবাইট।এই এ্যাপস্ টি গত জানুয়ারি মাসের 14 তারিখে আপডেট করা হয়েছে।প্লেস্টোরে এর রেটিং-3.6।
smart Measure এ্যাপস্ টি যেকোন কিছু টার্গেট করে দূরত্ব নির্নয় করতে সক্ষম।সেই সাথে smart Measure এ্যাপস্ টি উচ্চতা নির্নয় করতে সহায়তা করে। ব্যবহার সহজ: শুধু স্ট্যান্ড আপ এবং শাটার টেপা. গুরুত্বপূর্ণ পয়েন্ট স্থল, বস্তু নয় এ ক্যামেরা নিশানা করা হয়.
এখন, দূরত্ব জন্য নির্নয় করার জন্য 3টি বিষয় ব্যবহার করার করা হয়েছে.
1) স্মার্ট সেন্সর (ছোট, স্পর্শ): 1-50cm
2) স্মার্ট মেজার (মাঝারি, ত্রিকোণমিতি): 1-50m
3) স্মার্ট দূরত্ব (দীর্ঘ, দৃষ্টিকোণ): 10m-1 কিমির
* নতুন প্রো সংস্করণে যে সকল বিষয় যুক্ত করা হয়েছে:
– এর সাহায্যে প্রস্থ এবং এরিয়া পরিমাপ করা যায়
– পোর্ট্রেট মোড
– ক্যামেরা জুম
– ভার্চুয়াল হরাইজন
– কোন বিজ্ঞাপন নেই বা বিজ্ঞাপন এর ঝামেলা মুক্ত।
তাহলে আর দেরি কিসের । তাড়াতাড়ি নিচের ডাউনলোড লিংক থেকে নামিয়ে নিতে পারেন অনেক কাজের তথা প্রয়োজনের এই এ্যাপস টি ।
Note- ডাউনলোডের জন্য ফোনের Uc ব্রাউজার ব্যবহার ।উপরের লিংকে ক্লিক করে যে পেইপ ওপেন হবে সেখানে download বাটনের নিচে Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে ।ঐ টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন এবং download বাটনে ক্লিক । একটি পেইজ ওপেন হবে এবার download বাটনে পুনরায় ক্লিক করুন ।যদি অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে পুনরায় download বাটনে ক্লিক করলে করলে download শুরু হবে।
নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন www.ambd24.com এবং www.trickmap.com