কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

প্রশ্নঃ রপ্তানি আয়ে মৎস্যজাত পণ্যের স্থান কততম?

উত্তরঃ ৪০.৪৭ লক্ষ হেক্টর।

প্রশ্নঃ ইলিশ মাছ ৯ ইঞ্চি বা ২৩ সে.মি এর নিচে হলে কি বলে?

উত্তরঃ নলা বলে।

প্রশ্নঃ বাংলাদেশে কোন জাতীয় মাছের উৎপাদন বেশি?

উত্তরঃ রুই জাতীয় মাছের।

প্রশ্নঃ ইলিশ মাছ কোথায় ডিম পাড়ে?

উত্তরঃ নদীতে ও মোহনা অঞ্চলে।

প্রশ্নঃ ইলিশ মাছের প্রজননের ভরা মৌসুম কখন?

উত্তরঃ সেপ্টেমাবর ও অক্টোবর মাস।

প্রশ্নঃ ইলিশের উৎপাদন মোট মৎস্য উৎপাদনের শতকরা কতভাগ?

উত্তরঃ ২০ ভাগ।

প্রশ্নঃ বাংলাদেশের মোট কত প্রজাতীর মাছ সংকটাপন্ন প্রজাতি?

উত্তরঃ ৫৮ প্রজাতির।

প্রশ্নঃ দেশে আমিষ চাহিদার শতকরা কতভাগ ম্ৎস্য সম্পদ হতে আসে?

উত্তরঃ ৬৩%।

প্রশ্নঃ বাংলাদেশে মৎস্য বাজার জাত করণের স্তর কয়টি?

উত্তরঃ ৪টি

প্রশ্নঃ মাছ ধরার পর কত অনুপাতে মাছ ও বরফ মিশিয়ে মাছ সংরক্ষণ করা হয়?

উত্তরঃ ১:১।