ইউনিট-২: বাংলাদেশের কৃষিখাতঃ ফসল, মৎস্য, পশুসম্পদ ও বন (১ম পাঠ)

৩৪।    ২০০০-২০০১ সনে মোট ধান শস্য উৎপাদনের পরিমাণ ছিল

(ক) ১৮,৩০,২০০ মে.টন

(খ) ২,৬৭,৭৪,০০০ মে.টন

(গ) ১১,৩১,০০০ মে.টন

(ঘ) ২,০৭,৩১,০০০ মে.টন

৩৫।    পাটের উৎপাদনের প্রবনতা বিগত বছরগুলোতে ক্রমান্বয়ে

(ক) বাড়ছে

(খ) কমছে

(গ) একই রয়েছে

(ঘ) কোনটিই নয়

৩৬।    বাংলাদেশে তেলবীজের মধ্যে কোনটির আবাদ ও উৎপাদন সবচেয়ে বেশি?

(ক) সরিষা

(খ) তিল

(গ) নারিকেল

(ঘ) চিনাবাদাম

৩৭।    নেশা জাতীয় ফসলের মধ্যে বাংলাদেশে কোনটির আবাদ সবচেয়ে বেশি?

(ক) গাঁজা

(খ) তামাক

(গ) চা

(ঘ) কফি

৩৮।    সামুদ্রিক মৎস্য সম্পদের উৎস্য কোথায়?

(ক) অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়

(খ) অভ্যন্তরীণ মুক্ত জলাশয়

(গ) দেশের দক্ষিণাঞ্চলে বঙ্গপোসাগরে

(ঘ) দেশের দক্ষিনাঞ্চলে সাগর ও মহাসাগর

৩৯।    নদী থেকে উৎপাদিত মাছের শতকরা কত ভাগ ইলিশ হয়?

(ক) ২০%

(খ) ৩০%

(গ) ৫০%

(ঘ) ৬০%

৪০।    দেশে বাওড়ের অবস্থান মূলতঃ কোথায়?

(ক) সিলেট অঞ্চলে

(খ) যশোর অঞ্চলে

(গ) প্লাবন ভূমি অঞ্চলে

(ঘ) ঢাকা অঞ্চলে

৪১।    বাংলাদেশে গরুর আনুমানিক সংখ্যা কত?

(ক) ১০৪ লক্ষ

(খ) ২৩৩ লক্ষ

(গ) ৪০৫ লক্ষ

(ঘ) ২২৫ লক্ষ

৪২।    দেশের বর্তমান অথনীতিতে পশুপাখির অবদান শতকরা কতভাগ?

(ক) প্রায় ৪ ভাগ

(খ) প্রায় ১৫ ভাগ

(গ) প্রায় ৯ ভাগ

(ঘ) প্রায় ১২ ভাগ

৪৩।    বাংলাদেশ (২০০১-২০০২) দুধের প্রাপ্যতা প্রায়-

(ক) ২০ লক্ষ মে.টন

(খ) ২৫ লক্ষ মে.টন

(গ) ১৬ লক্ষ মে.টন

(ঘ) ১৮ লক্ষ মে.টন

৪৪।    পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য কোন দেশের মোট অঞ্চলের শকতরা কতভাগ বনভূমি থাকা দরকার?

(ক) ৫০ ভাগ

(খ) ৩০ ভাগ

(গ) ২৫ ভাগ

(ঘ) ১৫ ভাগ

 

৩৪।(খ) ৩৫।(খ) ৩৬।(ক) ৩৭।(গ) ৩৮।(গ) ৩৯।(খ) ৪০।(খ) ৪১।(ঘ) ৪২।(ক) ৪৩।(ঘ) ৪৪।(গ)