কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

প্রশ্নঃ  মৎস্য সম্পদ উন্নয়নের জন্য গবেষণা করে কোন অধিদপ্তর?

উত্তরঃ মৎস্য অধিদপ্তর।

প্রশ্নঃ  ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণী প্রয়োজনীয় পরিমাণে থাকে কোন  পুকুরে?

উত্তরঃ গ্রামীণ পুকুরে।

প্রশ্নঃ  ধানী পোনা ছেড়ে চারা করা হয় কোন পুকুরে?

উত্তরঃ চারাপোনা পুকুরে।

প্রশ্নঃ  স্রোত বেশি থাকে কোন পুকুরে?

উত্তরঃ বেগবান পুকুরে।

প্রশ্নঃ  পলিকণা ও বালিকণা সমপরিমাণে থাকে কোন পুকুরে?

উত্তরঃ দোঁ-আশাশ মাটিতে।

প্রশ্নঃ  মাছ চাষের জন্য উত্তম পানির অম্লমান কত?

উত্তরঃ ৬.৫-৭.৫ পিএইচ।

প্রশ্নঃ  গ্লাসকার্প ও রাজপুঁটি দ্বারা পুকুরের কি পরিবর্তন ঘটে?

উত্তরঃ আগাছা পরিস্কার।

প্রশ্নঃ  মাছের রোগ বিস্তারে সাহায্য করে কি?

উত্তরঃ আগাছা।

প্রশ্নঃ  সেক্কি ডিস্ক এর রঙ কেমন?

উত্তরঃ সাদাকালো এবং সুতার রং লাল, সবুজ ও সাদা।

প্রশ্নঃ  চুন মাছের জন্য কি করে?

উত্তরঃ ক্যালসিয়াম সরবরাহ করে।