এসএএও নিয়োগ পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি (৪০তম পর্ব)
মোঃ আবুল বাশার | ১,১৬৬ বার পঠিত | নভেম্বর ৩, ২০১৪ | এম সি কিউ,এসএএও নিয়োগ পরীক্ষা | ১ | ৯:৩৮ PM |
কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ ব্ল্র্যাক মোল্ড রোগের জীবাণুর নাম কি?
উত্তরঃ রসালতা হ্রাস পেলে হয়।
প্রশ্নঃ ব্ল্যাক মোল্ড রোগের জীবাণুর নাম কি?

উত্তরঃ Aspergillus niger.
প্রশ্নঃ আদার ব্যাকটেরিয়া জনিত রোগের নাম কী?
উত্তরঃ নরম পঁচা।
প্রশ্নঃ যে পোকার আক্রমণে নরম পঁচা রোগ হয় তার নাম কী?
উত্তরঃ মাজরা পোকা।
প্রশ্নঃ গোড়াপচা রোগের সহায়ক অবস্থা কী?
উত্তরঃ জলাবদ্ধতা।
প্রশ্নঃ হলুদের পাতা ঝলসানো রোগের জীবাণুর নাম কী?
উত্তরঃ Taphrina maculans.
প্রশ্নঃ Taphrina maculans ছড়ায় কি দ্বারা?
উত্তরঃ বায়ু দ্বারা।
প্রশ্নঃ হলুদের পাতার এনথ্রাকনোজ রোগ জীবাণুর বিকল্প পোষক কী?
উত্তরঃ মরিচ।
প্রশ্নঃ হলুদের সাথে কোন ফসলের চাষ করা যায় না?
উত্তরঃ মরিচ।
প্রশ্নঃ ব্লিস্টার কোথায় আক্রমণ করে?
উত্তরঃ পাতা ও পুষ্প মঞ্জুরীতে।
প্রশ্নঃ ক্লিষ্টার দমনে উপযুক্ত রোগনাশকের নাম কী?
উত্তরঃ বোর্দোমিক্সার।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
আপনার প্রশ্ন গুলো অনেক ভালো