কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ ঢেঁড়সের হলদে মোজাইক ভাইরাস গাছের কতদিন বয়স হতে হয়?
উত্তরঃ ২০ দিন বয়স থেকে।
প্রশ্নঃ হলদে মোজাইক ভাইরাসের আক্রমণে ঢেঁড়স কেমন দেখায়?
উত্তরঃ ফ্যাঁকাসে হয়ে যায়।
প্রশ্নঃ হলদে মোজাইক ভাইরাস কি বাহিত?
উত্তরঃ পোকাবাহিত (সাদামাছি)।
প্রশ্নঃ এনথ্রাকনোজের কারণে আরও একটি রোগের সৃষ্টি হয় তার নাম কি?
উত্তরঃ ডাইব্যাক।
প্রশ্নঃ ঢেঁড়সের এনথ্রাকনোজ কি বাহিত?
উত্তরঃ বীজ বাহিত।
প্রশ্নঃ কুমড়া সবজিতে পাউডারি মিলডিউ কখন দেখা যায়?
উত্তরঃ ফেব্রুয়ারি মাসে।
প্রশ্নঃ পাউডারি মিলডিউ কোন মৌসুমে ছড়ায়?
উত্তরঃ শুষ্ক মৌসুমে।
প্রশ্নঃ পাউডারি মিলডিউ দমনের কার্যকরি ঔষধের নাম কি?
উত্তরঃ থিয়োভিট।
প্রশ্নঃ Cucumber mosaic virus এর বাহক পোকার নাম কি?
উত্তরঃ জাবপোকা।
প্রশ্নঃ জাবপোকা দমনের জন্য ঔষধের নাম কি?
উত্তরঃ ম্যালাথিয়ন।