এসএএও নিয়োগ পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি (২৯তম পর্ব)
মোঃ আবুল বাশার | ১,২৩০ বার পঠিত | অগাস্ট ১৩, ২০১৪ | এম সি কিউ,এসএএও নিয়োগ পরীক্ষা | No | ১২:৩১ PM |
কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ নেক্রেটিক লক্ষণ কি?
উত্তরঃ গাছের অংশে স্থীত হওয়া।
প্রশ্নঃ ক্যাংকারের লক্ষণ কেমন?

উত্তরঃ গাছের বাকল ছিঁড়ে যায়।
প্রশ্নঃ ডাই-ব্রাক রোগের লক্ষণ কি?
উত্তরঃ শাখা প্রশাখা উপর থেকে মরে শুকিয়ে যায়।
প্রশ্নঃ প্যাকারিং কিসের আক্রমণে সৃষ্টি হয?
উত্তরঃ ভাইরাস।
প্রশ্নঃ কৃষি ভিজ্ঞানে আধুনিক প্রযুক্তি কি?
উত্তরঃ উচ্চ ফলনশীল জাত (HYV)
প্রশ্নঃ আধুনিক প্রযুক্তি কি বৃদ্ধি করেছে?
উত্তরঃ রোগব্যাধি।
প্রশ্নঃ উদ্ভিদ রোগ দমনের মূলনীতি কি?
উত্তরঃ রোগজীবাণু বর্জন।
প্রশ্নঃ উদ্ভিদ রোগ দমন পদ্ধতি নয় কি?
উত্তরঃ আলোর ফাঁদ ব্যবহার।
প্রশ্নঃ প্রথম প্লান্ট কোয়ারেন্টাই আইন প্রয়োগ কখন ও কোথায় করা হয়?
উত্তরঃ ১৯৬০ সালে ফ্রান্সে।
প্রশ্নঃ কোয়ারেন্টাইন বস্তু কি?
উত্তরঃ বীজ।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১,২৩০ বার পঠিত | অগাস্ট ১৩, ২০১৪ | ১২:৩১ PM