এসএএও নিয়োগ পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি (৩১তম পর্ব)
মোঃ আবুল বাশার | ১,২২৫ বার পঠিত | অগাস্ট ১৪, ২০১৪ | এম সি কিউ,এসএএও নিয়োগ পরীক্ষা,কৃষি জ্ঞান,নিয়োগ পরীক্ষা | No | ৩:৪৮ PM |
কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ কান্ডপচা রোগের জীবাণু কোথায় অবস্থান করে?
উত্তরঃ নাড়াতে।
প্রশ্নঃ কান্ডপচা রোগেক্রান্ত কান্ড চিররে কি দখা যায়?

উত্তরঃ কালো গোলাকার বুটি দেখা যায়।
প্রশ্নঃ কান্ডপচা রোগ সৃষ্টির অনুকূল াবস্থা কি?
উত্তরঃ জলাবদ্ধতা।
প্রশ্নঃ কৃসেক কি?
উত্তরঃ ব্যাকটেরিয়া জনিত চারা পচা রোগ।
প্রশ্নঃ ব্যাকটেরিয়াল লিফব্লাইট আক্রমণের প্রাথমিক উৎস কি?
উত্তরঃ ধানের খড় ও সেচের পানি।
প্রশ্নঃ ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট ছড়ানোর মাধ্যম কি?
উত্তরঃ বৃষ্টির ঝাপটা।
প্রশ্নঃ টুংরো আক্রান্ত গাছ টান দিলে উঠে আসে কেন?
উত্তরঃ গোড়াপচে যায় বলে।
প্রশ্নঃ টুংরো রোগের ভাইরাসের নাম কি?
উত্তরঃ Rice Tungro Virus.
প্রশ্নঃ টুংরো ভাইরাসের বিকল্প পোষাকের নাম কি?
উত্তরঃ শ্যামাঘাস।
প্রশ্নঃ টুংরো ভাইরাসের বাহকের নাম কি?
উত্তরঃ পাতা ফড়িং।
tag: agriculture cultivation, saao exam, agriculture knowledge
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১,২২৫ বার পঠিত | অগাস্ট ১৪, ২০১৪ | ৩:৪৮ PM