এসএএও নিয়োগ পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি (৩০তম পর্ব)
মোঃ আবুল বাশার | ১,২০৪ বার পঠিত | অগাস্ট ১৩, ২০১৪ | এম সি কিউ,এসএএও নিয়োগ পরীক্ষা,কৃষি জ্ঞান,নিয়োগ পরীক্ষা | No | ৩:১৯ PM |
কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ category Aপ্যাথোজেন কি?
উত্তরঃ Septoria nodorum.
প্রশ্নঃ চাষ পদ্ধতি কিভাবে রোগ দমন করে?

উত্তরঃ রোগ জীবাণুর আশ্রয় নষ্ট করে।
প্রশ্নঃ বিকল্প পোষক কিভাবে রোগ দমন করে?
উত্তরঃ রোগ জীবাণুর জীবন চক্র ভেঙ্গে।
প্রশ্নঃ Antagonist এর প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তরঃ পোষাকের রোগ সৃষ্টি করে না।
প্রশ্নঃ ধানের ব্লাষ্ট রোগের বাহক কি?
উত্তরঃ বীজ।
প্রশ্নঃ ধানের ব্লাষ্ট রোগের লক্ষণ কি?
উত্তরঃ পাতায় গিট ও শীষ।
প্রশ্নঃ ধানের খোল পচা রোঘের বাহক কি?
উত্তরঃ পানি।
প্রশ্নঃ খোলপচা রোগে ধানের কি ক্ষতি হয়?
উত্তরঃ ধান চিটা ও অপুষ্ট হয়।
প্রশ্নঃ খোল পোড়া রোগ ধানের কোন মৌসুমে বেশি হয়?
উত্তরঃ আমন মৌসুমে।
প্রশ্নঃ খোল পোড়া রোগের লক্ষণ কি?
উত্তরঃ গোখরো সাপের চামড়ার দাগের মত।
প্রশ্নঃ খোরপোড়া রোগ কম হয় কোন জাতে?
উত্তরঃ ব্রিশাইল ও সুফলা।
tag: agriculture, study, knowledge
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১,২০৪ বার পঠিত | অগাস্ট ১৩, ২০১৪ | ৩:১৯ PM