কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

প্রশ্নঃ উফড়ার কারণে থোড় বের না হওয়ার কারণ কি?

উত্তরঃ Flag leaf শুকিয়ে যায়।

প্রশ্নঃ কৃমি রোগ বেশি হয় কোন ফসলে?

উত্তরঃ জলি আমন ধানে।

প্রশ্নঃ বাংলাদেশে সংঘটিত গমের তিনটি রোগের নাম কী?

উত্তরঃ লিপ ব্লাইট, লিফরাস ও স্মার্ট।

প্রশ্নঃ ব্ল্যাক পয়েন্ট রোগের নাম কন রাখা হয়েছে?

উত্তরঃ বীজের ভ্রুণ কাল হয়ে যায় বলে।

প্রশ্নঃ লিফ ব্লাইট রোগের জীবাণুর নাম কি?

উত্তরঃ Biopolaris sorokiniana.

প্রশ্নঃ লিফ রাষ্টকে ব্রাউন রাস্ট কেন বলা হয়?

উত্তরঃ Pustule বাদামি রঙের হয়।

প্রশ্নঃ লিফ রাষ্টের বাহকের নাম কি?

উত্তরঃ বায়ু।

প্রশ্নঃ লিফ রাষ্টের জন্য কার্যকরি ঔষধের নাম কি?

উত্তরঃ ডায়থেন এম-৪৫।

প্রশ্নঃ বাঙলাদেশে পাটের মোট কয়টি রোগ শনাক্ত করা হয়েছে?

উত্তরঃ ১৭ টি।

প্রশ্নঃ কান্ডপচা ও কারপট্রি রোগের প্রধান বাহক কি?

উত্তরঃ বীজ।