কেমন আছেন সবাই, আসাকরি ভালোই আছেন। তো যাই হোক আজকে আমি একটি ভিন্নধর্মী পোষ্ট নিয়ে হাজির হয়েছি । আজকের বিষয় হচ্ছে পানের নানান উপকার নিয়ে ও আরো আছে পান ডায়াবেটিক্স এর কি ধরনের মহৌষধ তা নিয়ে আলোচনা। বিশেষ করে পান আমরা নেশা হিসাবে ব্যাবহর করি নানান জর্দা দিয়ে। আসলে পানের কি উপকার তা আপনি জানলে আচর্য্য হয়ে যাবেন।
আসুন বেশি কথা না বাড়িয়ে
পানের গুণাগুণ সম্পন্ধে একটু আলাপ আলোচনা করি।
- পান পাতা ক্ষতস্থানে বেটে দিলে ক্ষত দুষিত হতে পারে না।
- মাথায় যাদের উকুনের সমস্যা তারা যদি ঝাল পানের রস মাথায় দেয় তাহলে ১০০% উকুন মারা যাবে।
- পানের শিকড় যদি বেটে খাওয়ানো যায় তাহলে নারীর গর্ভ ধারণ ক্ষমতা হ্রাস পায়।
- যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা, কৃমির সমস্যা তাদের জন্য পান অনের উপকারে আসে।
- রোগ-জীবাণু প্রতিরোধের কাজে পান ব্যবহার হয়ে থাকে।
- মধুর সঙ্গে পানের রস মিশিয়ে খেলে সর্দি-কাশি দূর হয়।
- চোখের নানা রোগ পান পাতার রস যথেষ্ট উপকারী।
- অজ্ঞান রোগীদের দুধের সঙ্গে পানের রস মিশিয়ে খাওয়ালে জ্ঞান ফিরে আসে।
- কপাল ও শরীরে পানের পাতা যদি বেঁধে রাখাযায় তাহলে মাথা ব্যথা ও গলার ব্যথা সারে।
- যে অঞ্চলের জলবায়ু লবণাক্ত সে অঞ্চলে মানুষ পান খেলে অনেক বেশি উপকৃত হন বলে শোনা যায়।
- আবার পান খাওয়াটাও ঠিক না কারন, পান চোখ, চুল, দাঁত ও কানের ব্যধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
- ফোঁড়ার উপর পান পাতা লাগিয়ে দিলে পুজ টেনে টেনে নেয়।
পোষ্টটি কেমন লাগল? আপনাদের মাঝে আরো ভিন্নধর্মী পোষ্ট নিয়ে হাজির হবো। ধন্যবাদ।
ভালোলাগে আমার ওয়েব সাইট থেকে ঘুড়ে আসতে পারেন।