পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আজ পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করিতেছি।
পদ্ধতি ১
১. এখান থেকে ওয়ার্ডপ্রেস বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাকটি ডাওনলোড করে নিন ।
২. সেটাকে আনজিপ করলে bn_BD.mo নামে একটি ফাইল পাবেন।
৩. এবার আপনার ওয়ার্ডপ্রেসে সাইটের সিপিতে লগইন করে ফাইল ম্যানেজার থেকে Public_html ফোল্ডার থেকে wp-content/languages ফোল্ডারে এমও ফাইলটি আপলোড করুন। (languages নামে ফোল্ডার না থাকলে তৈরী করে নিন)
৪. আপনার ওয়ার্ডপ্রেসের রুট ডিরেক্টরিতে থাকা wp-config.php ফাইলটি এডিটরে খুলুন এবং define(‘WPLANG’, ”); লাইনটি খুজে বের করুন।
৫. WPLANG এর পরের ইনভার্টেড কমার মাঝে bn_BD লিখে দিন। পুরো লাইনটা দেখাবে এরকম: define(‘WPLANG’, ‘bn_BD’);
৬. ফাইলটি সেভ করুন।
By মামুন সৃজন ভাই
=======================================================
২ য় নং সিস্টেম
উপরের প্যাক এ কাজ না হলে নিচের টা দেখুন ।
ওয়ার্ডপ্রেসে বাংলা ইন্সটল করলাম । এডমিন প্যানেলে বাংলা দেখা যাচ্ছে কিন্তু হোম পেজে ????????????? আসছে কেন ?
???????????????????????????????????????????????????????????????? এই রকম টাইটেল বা পোষ্ট হলে নিচের ধাপ অনুসরন করুন ।
প্রথমে আপনি আপনার রুট প্যানেলে গিয়ে config.php ফাইল টা ওপেন করে নিচের লেখাটা খুঁজে বের করুন
/** Database Charset to use in creating database tables. */
define(‘DB_CHARSET’, ‘utf8’);
এখন (‘DB_CHARSET’, ‘utf8’); এর জায়গায় (‘DB_CHARSET’, ‘UTF-8’); ( UTF-8 ) বসিয়ে দিবেন তাহলে নিচের মত হবে ।
/** Database Charset to use in creating database tables. */
define(‘DB_CHARSET’, ‘UTF-8’);
এখন সেভ করে বের হয়ে আসুন । তাহলে কাজ শেষ হয়ে যাবে ।
By MD Mamun
========================================================
৩য় নং সিস্টেম
যাদের ওয়ার্ডপ্রেস সাইটে বাংলা লিখলে ???? দেখায়,তারা এটি ৩০ সেকেন্ড সমাধান করে নিতে পারেন।
wp-config.php ফাইলটি খুলে
define(‘DB_CHARSET’, ‘utf8’);
define(‘DB_COLLATE’, ”);
এই দুটি লাইনের আগে ডাবল স্লাশ লিখে দিন,বেস কাজ শেষ
যেমন:
//define(‘DB_CHARSET’, ‘utf8’);
//define(‘DB_COLLATE’, ”);
By CX Rana
সংগ্রহ: বাংলাদেশ ওয়ার্ডপ্রেস গ্রুপ
****বর্তমানে ৪৫০ টাকায় টপ লেভেল ডোমেইন দরকার হলে যোগাযোগ করতে পারেন Md Abul Bashar
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের সাথে থাকুন।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেসবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)
ধন্যবাদ ওয়ার্ড প্রেস ব্যবহার কারিদের দারুন কাজের একটি পোস্ট ।
হুম আপনাকেও ধন্যবাদ।
ধন্যবাদ ভাই
আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।