আসসালামু আলাইকুম
কেমন আছেন জিনিয়াস ভাইরা ? আশা করি ভালই আছেন ।শিরোনাম দেখেই বুজতে পারতেছেন আজকে কী নিয়ে আলোচনা করব ।আমাদের যাদের ওয়েবসাইট আছে ,সবার সাইটে ই কিন্তু একটা যোগাযোগ ফর্ম আছে ।আর যাদের নেই তারা ইতোমধ্যে চিন্তা করতেছেন একটা যোগাযোগ ফর্ম যুক্ত করবেন
সবাই চায় যোগাযোগ ফ্রমটা এমন হোক যাতে কেউ স্পাম করতে না পারে তাই সবাই কেপচাযুক্ত যোগাযোগ ফর্ম বসাতে চায় । মোটামুটি সবাই যোগাযোগ ফর্ম বসাতে প্লাগিন ব্যবহার করে থাকে ,আসলে বেশিরভাগ কাস্টম যোগাযোগ ফ্রমে কেপচা থাকে না তাই সবাই প্লাগিন এর সাহায্য নেয় । আজকে আমি আপনাদেরকে কেপচাসহ কাস্টম যোগাযোগ ফর্ম দিব । কী বলেন নিবেন তো ? আশা করি আপনাদের ভাল লাগবে এবং অবশ্যয় নিবেন ।
তাহলে কাজের কথা শুরু করা যাক :
1.প্রথমে আপনি এখান থেকে যোগাযোগ ফর্ম টার ফাইলগুলি নিয়ে নিন ।
2.তারপর ওই zip ফাইলটা খুলে ওইটার ভিতরের index.php ফাইলটা Notepad++ দিয়ে অথবা যেকোন একটা কোড এডিটর দিয়ে খুলুন । তারপর সার্চ দিয়ে nazmulfeni4@gmail.com কে কেটে ওইখানে আপনার কাক্ষিত ইমেইল দিয়ে দিন ।
3)তারপর ফাইল সবগুলি zip করুন ।
4)আপনার সিপেনেল এ ডুকে zip ফাইলটা আপলোড করে রোট ফোল্ডারে unzip করে দিন ।
5)তারপর url চেক করে দেখুন সব ঠিক আছে কিনা । এভাবেঃ http://www.yoursite.com/contact-us
yoursite এ আপনার সাইটের নাম দিন ।
এভাবে থাকলে এইটা সাইট থেকে আলাদা আলাদা মনে হয় , তাই না ? তাই এইটা কে একটা পেজে যুক্ত করে দেই । pages => add new তে যেয়ে আপনার সাইটে নতুন পেজ খুলুন । তারপর টাইটেল Contact-US দিয়ে content এ নিচের iframe কোডটা যুক্ত করে দিন । yoursite এ আপনার সাইটের নাম দিন অথবা src এর পরে আপনার Contact-form এর URL টা দিন । তারপর প্রকাশ করে দেখুন ।
ডেমো দেখতে এখানে যান
কিছু স্ক্রিনশট দেখুনঃ
আপনার সুবিধা মত height এবং width ঠিক করে নিবেন ।
আজ এই পর্যন্ত থাক ।আগামী পর্বে আসব অন্য কিছু নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন । আলাহ হাফেজ ।
daron hoise bro ..thanks