সবাই কেমন আছেন ।সাধারনত সাইটে মন্তব্য করার পর আমরা আবার ওই পোস্টে ফিরে আসি ।কিন্তু যদি এমন হয় মন্তব্য করার পর অন্য একটা পেজে নিয়ে যাবে যেইটাতে আপনি ওই মন্তব্যদাতার জন্য কিছু কথা লিখে রাখছেন ।যেমন দরুন আপনি মন্তব্য করলেন এখন আপনি রিডাইরেক্ট করে অন্য একটা পেজে চলে গেলেন যেখানে এই বার্তাটা দেওয়া আছে
“মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার মন্তব্যটি এপ্রুভ এর অপেক্ষায় আছে ।আবার আসবেন ।
(পোস্টে ফিরে যান)”
দেখুন জিনিসটা কেমন লাগে? দেখুন এখানে কিন্তু মন্তব্যদাতা পরবর্তীতে মন্তব্য করতে উত্সাহ পাবে ।চলুন তাহলে এবার দেখি এইটা কীভাবে করতে হয় ।
প্রথমে আপনার সাইটে একটা পেজ বানান Dashboard=>page=>add-new তে গিয়ে ।তারপর title এ দিন thank you এবং description এ আপনি যেইটা দেখাতে চান সেইটা দিন ।
তারপর description এর সবার নিচে এই কোড টা যুক্ত করে দিন যাতে thank you পেজে আসার পর আবার এখানে ক্লিক করে মূল পোস্টে যেতে পারে ।তারপর পেজটা প্রকাশ করুন ।পেজের লিংটা কপি করে রাখুন ।
<a style=”cursor: pointer;” onclick=”location.href = document.referrer;” onmouseover=”this.style.cursor=’pointer'”>পোস্টে ফিরে যান</a>
এখান আপনার থিমের functions.php খুলুন ,নিচের কোডটা সবার নিচে ?> এই ট্যাগের পূর্বে বসিয়ে দিন ।