কেমন আছেন সবাই? আমরা জানি সবার মোবাইল কিংবা কম্পিউটারের একটা আইপি এড্রেস আছে ।এখন কেমন হয় যদি ভিসিটর আপনার সাইট ব্রাউজ করলে যেকোন এক জায়গায় তার আইপি নাম্বারটা দেখতে পায় !  এইটা খুব সহজে করতে পারবেন ।প্রথমে আপনার থিমের functions.php তে সবার নিচে এই ট্যাগ   ?>   এর পূর্বে নিচের কোডটা বসিয়ে দিন  ।

function display_user_ip() {
    $ip = $_SERVER['REMOTE_ADDR'];
    return $ip;
}
add_shortcode('user_ip', 'display_user_ip');

তারপর আপনি যেখানে ভিসিটরের আইপি এড্রেসটা দেখাতে চান সেখানে নিচের shortcode যুক্ত করে দিন ।যেমন: index.php,single.php
[ip]
ধন্যবাদ ।