আসসালামু আলাইকুম । ওয়ার্ডপ্রেস কোডিং ৩৪ নিয়ে আবার আসলাম ।অনেকের ইচ্ছা আমার সাইটের ডেশবোর্ডের নিয়ম টেকটিউন্স এর মত করি ।যেমনঃটাইটেল এ নির্ধারিত শব্দের চেয়ে বেশি হলে তা প্রকাশ হবে না,একটা বিভাগের বেশি দেওয়া যাবে না, ৫ টার বেশি টেগ দেওয়া যাবে না …ইত্যাদি । এইগুলি আমি আস্তে আস্তে শেয়ার করব । আজকে একটা শেয়ার করলাম ।
“পোস্ট এর টাইটেল আপনার নির্ধারিত দেওয়া শব্দের চেয়ে বেশি হলে তা প্রকাশ হবে না । নির্দিস্ট একটা মেসেজ দেখাবে । এই নিয়েম টা আপনার সাইট এ যুক্ত করার জন্য নিচের কোডগুলি আপনার থিম এর functions.php তে সবার নিচে ?> এই ট্যাগ এর পূর্বে বসিয়ে দিন । কোডগুলির যেখানে এই লিখাটা আছে “সমস্যা: আপনার পোস্টের টাইটেল ১০ শব্দের বেশি হয়েছে” সেখানে আপনার ইচ্ছামত কথা যুক্ত করে নিন ,যেইটা টাইটেল এর শব্দ বেশি হলে ডেশবোর্ডে দেখাবে ।আর ’10′ এর জায়গায় আপনার কত শব্দের টাইটেল দরকার তা লিখুন ।