অনেক দিন পর আবার শুরু করলাম । আশা করি ভাল আছেন । এতদিন ব্যস্ততার মধ্যে পোস্ট করা হয় নি । আসলে ক্লাইন্ট এর কিছু সাইট নিয়ে ব্যস্ত ছিলাম ।তাই নিজের সাইট এর খবর ছিল না । মূল আলোচনায় আশা যাক ।আমরা অনেকে চেস্টা করি আমাদের সাইট এর কিছু বিভাগ লুকিয়ে রাখার জন্য কিন্তু যারা কোডিং জানেন না তারা অনেক সমস্যার মধ্যে পরেন ।আজকে থেকে কোন সমস্যায় পড়বেন না ।
এই কোড টা আপনার থিম এর functions.php এর ?> এই ট্যাগ এর পূর্বে বসিয়ে দিন ।
function exclude_widget_categories($args){
$exclude = “3,6,18”; // The IDs of the excluding categories
$args[“exclude”] = $exclude;
return $args;
}
add_filter(“widget_categories_args”,”exclude_widget_categories”);
খানে যে জায়গায় 3,6,18 এইগুলি আছে ।ওইখানে আপনি যে কেটাগরি hide করবেন ওই কেটাগরির ID টা দিবেন । ID পাওয়ার জন্য আপনি post>category তে জান তারপর edit এ থেকে Category ID টা নিয়ে নিন । http://geniusitzone.com/wp-admin/categories.php?action=edit&cat_ID=276 নিচের ছবিটা দেখলে আশা করি বুজতে পারবেন ।

আপনি আমাদের রেজিস্টার সদস্য হলে কোডটা ডাওনলোড করে নিন ।
category hide from homepage.txt
Download NowLogin Required
বিঃদ্রঃডাওনলোড সুবিধা পেতে অবশ্যয় আমাদের রেজিস্টার সদস্য হতে হবে।