ওয়ার্ডপ্রেস কোডিং পর্ব-৩০ (সব পোস্ট এর শিরোনাম একসাথে দেখান ড্রপডাউন মেনু হিসেবে)

আসসালামু আলাইকুম ।সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা ।খুব ছোট এবং মজাদার একটা জিনিস শেয়ার করব ।মনে হয় শিরোনাম পড়ে কিছু টা অনুমাণ করতে পেরেছেন ।যদি ড্রপডাউন বিভাগ এর মত সব পোস্ট ড্রপডাউন দেখানো যেত ! এক ক্লিকে ই সব পোস্ট এর শিরোনাম ! খুব সহজেই আপনার ভিজিটর রা তার কাক্ষিত পোস্ট টি খুজে পাবে ।এর বেশী কিছু করতে হবে না ।আপনি যেখানে সবগুলি পোস্ট এর ড্রপডাউন দেখতে চান সেখানে নিচের কোড টা বসিয়ে দিন ।আপনি যদি সিএসএস পারেন তাহলে এই টাকে ডিসাইন করেও ব্যবহার করতে পারেন ।

 

<form action=”<? bloginfo(‘url’); ?>” method=”get”>
<select name=”page_id” id=”page_id”>
<?php
global $post;
$args = array( ‘numberposts’ => -1);
$posts = get_posts($args);
foreach( $posts as $post ) : setup_postdata($post); ?>
    <option value=”<? echo $post->ID; ?>”><?php the_title(); ?></option>
<?php endforeach; ?>
</select>
<input type=”submit” name=”submit” value=”view” />
</form>

মোবাইল দিয়ে পোস্ট লিখছি কোন ভুল হলে ক্ষমা করবেন ।

বুজতে অথবা কোথায় কীভাবে বসাতে হবে তা জানতে এই পোস্ট টা দেখতে পারেন ।