পূর্বের পোষ্ট পড়তে এখানে ক্লিক করুন
আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । অনেক দিন ধরে ধারাবাহিক টিউটোরিয়াল টা চালিয়ে যাচ্ছি । পোস্ট পড়া হচ্ছে কিন্তূ আপনাদের থেকে বেশি Respons পাচ্ছি না । তাই ভাবছি আর বেশি পর্ব লিখব কিনা ? আচ্ছা এসব কথা থাক আসল কথায় আসা যাক ।আমরা পোস্ট লিখার পর homepage পোস্ট এর কিছু লিখা শো করে যাকে excerpt বলা হয় । আপনি ইচ্ছা করলে
এই excerpt এর ভিতরে Defult ভাবে কিছু লিখা এড করতে পারবেন যেটি সব পোস্টের excerpt এর ভিতর show করবে ।
এর জন্য ঠিক আগের মত আপনার থিম এর Edit এ যেয়ে functions.php খুলুন । তারপর functions.php এর সবার নিচে ?> এই রকম একটা ট্যাগ দেখতে পাবেন ওই ট্যাগ টার পূর্র্বে নিচের কোডটা copy করে past করে দিন । আপনি এখানে আপনার singnature ও দিতে পারেন অথবা আপনার সাইটের টাইটেল ও দিতে পারেন এইটা আপনার ইচ্ছা ।
excerptexcerpt
function wps_excerpt_content( $content ) {
$content = ” আপনার লিখা এখানে দেন “;
return $content;
}
add_filter( ‘default_excerpt’, ‘wps_excerpt_content’ );
তারপর একটা পোস্ট প্রকাশ করে দেখেন তো কাজ হয়ছে কিনা ।
আরো ভালো করে বুজার জন্য আমার wordpress coding basic পোস্ট টা দেখতে পারেন ।
dhonnobad vai share korar jonno .