পূর্বের পোষ্ট পড়তে এখানে ক্লিক করুন।
আসসালামু আলাইকুম । সবাইকে ঈদ মোবারক । সবাই নিচশয় ভাল আছেন ।আজকে আমি ছোট একটা function নিয়ে কথা বলব । আমাদের wordpress এর প্রোফাইল এর contact মেথড এ গুরুত্বপুর্র্ণ contact মেথড গুলি নেই ,বরং কিছু আজে বাজে contact মেথড যুক্ত আছে । আজকে আমরা aim,yim,jabber এই মেথড গুলি রিমুভ করে facebook,twitter,linken id,flcker contact মেথড যুক্ত করব । এর জন্য আমাদের কে নিচের function টি wordpress থিম এর function.php তে সবার নিচে ?> এই ট্যাগ এর পূর্বে বসাতে হবে ।
contact method
function add_remove_contactmethods( $contactmethods ) {
$contactmethods[‘twitter’] = ‘Twitter’;
$contactmethods[‘facebook’] = ‘Facebook’;
$contactmethods[‘linkedin’] = ‘Linked In’;
$contactmethods[‘flickr’] = ‘Flickr’;
// this will remove existing contact fields
unset($contactmethods[‘aim’]);
unset($contactmethods[‘yim’]);
unset($contactmethods[‘jabber’]);
return $contactmethods;
}
add_filter(‘user_contactmethods’,’add_remove_contactmethods’,10,1);
কোডগুলি বসাতে সমস্যা হলে আপনি এই পোস্ট টা দেখতে পারেন ।
তবুও যদি কোন প্রবলেম হয় তাহলে কমেন্ট এ জানাতে পারেন ।
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য । তবে কিন্তু পোস্ট গুল একটু সময় অনুযায়ী করলে ভাল হয় , মানে এখুন তো ঈদ নয় এই আর কি ।