আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আমরা পোস্ট লিখার সময় দুইটা অপশন দেখতে পাই । একটা Visual এবং একটা HTML । Visual এ অনেক অপশন দেখতে পাই । এখন থেকে সেখানে copy , paste , cut অপশন ও দেখতে পারবেন । এর জন্য আপনাকে নিচের কোড টা আপনার থিম এর function.php তে বসাতে হবে ” ?> ” এই ট্যাগ এর পূর্বে । কাজ শেষ ,এখন আপনার সাইট এ যেয়ে দেখুন ।

 

copy
copy

function enable_more_buttons($buttons) {
$buttons[] = ‘copy’;
$buttons[] = ‘cut’;
$buttons[] = ‘paste’;
return $buttons;
}
add_filter(“mce_buttons_2”, “enable_more_buttons”);

 

 

বিঃদ্রঃ এই কোডগুলি কিভাবে use করবেন তা না বুজলে আপনি wordpress basic পোস্টটা দেখতে পারেন ।

 
আমাদের ফেসবুক পেজ এ সবার আমন্ত্রন রইল ।
আর আমাদের সাইট থেকে তো অবশ্যয় আপনারা সবাই ঘুরে আসবেন