আসসালামু আলাইকুম ।সবাই ভাল আছেন তো ?কয়েকদিন পর আমার Admission Text সবাই দোয়া করবেন । আসল কথায় আসা যাক । আমাদের সাইট এ যখন কেউ login করে তখন ওয়ার্ডপ্রেস তাকে automatic ডেশবোর্ড এ নিয়ে যায় । হয়ত দেখা গেছে সে কোন পোস্ট এ কমেন্ট দেয়ার জন্য লগিন করেছিল । তাই এখন থেকে আপনার সাইট এ লগিন করার homepage এ Redirect করবে যদি নিচের কোড টা কাজে লাগান । এই কোড টা আপনার থিম এর functions.php এর মধ্যে ?> এই ট্যাগ এর আগে বসিয়ে দিন । তারপর আপনার সাইট চেক করুন ।
add_action(‘login_form’, ‘redirect_after_login’);
function redirect_after_login() {
global $redirect_to;
if (!isset($_GET[‘redirect_to’])) {
$redirect_to = get_option(‘siteurl’);
}
}
কাজ হলে অবশ্যয় কমেন্ট করবেন ।
আমাদের ফেসবুক পেজ এ সবার আমন্ত্রন রইল ।
আর আমাদের সাইট থেকে তো অবশ্যয় আপনারা সবাই ঘুরে আসবেন