এটি 12 পর্বের ওয়ার্ডপ্রেস কোডিং বিষয়ক টিউনের 7 পর্ব

কেমন আছেন সবাই ।আজকের টিউন কি হবে তা তো হেডলাইন দেখেই বুজতে পারছেন । WP POLL মানি কি? তা তো মনে হয় সবাই জানেন , poll এর মুল কথা হচ্ছে আপনার সাইট এ একটা জরিপ এড করা ।আর যারা বিস্তারিত জানেন না তারা এই পোস্ট টা পুরাটা পরলে বুজতে পারবেন ।এখন মূল কথায় আসা যাক । আমরা আজকে প্লাগিন ছারা কিভাবে এই জরিপ ব্ক্স টা এড করা যায় তা শিখব ।

  1. প্রথম কাজ ,,,এই সাইট এ যেয়ে ফ্রি তে রেজি: করে নিন ।

www.polldaddy.com
Pool
  1. দ্বিতয় কাজ,,,,আপনার ইমেল চেক করে account active করে নিন ।
  2. তিতৃয় কাজ,,,,সাইটি তে লগিন করেন ।এবং নতুন পোল create করেন ।
  3. চতুর্থ কাজ,,,,আপনার প্রশ্ন এবং উত্তর দিন ।


  1. পন্চম কাজ,,,,আপনার পোল বক্স কে customize করুন ।
Poll
Poll
  1. ষষ্ঠ কাজ,,,, customize এর কাজ শেষ করার পর আপনার জাভাস্ক্রিপ কোড টা নিয়ে আপনার TEXT WIDGET এ বসিয়ে দিন ।

তারপর আপনার সাইট এ যেয়ে দেখুন ।

Wordpress Pool
WordPress Pool

কাজ কিন্তু এখনো শেষ হয় নাই ।আপনার যদি একটুও উপকার হয় তাহলে কমেন্ট এ অবশ্যয় জনাবেন ।
ধন্যবাদ সবাইকে ।

সময় থাকলে আমাদের ফেসবুক পেজ এ একটা লাইক দিয়ে আসবেন । আর এই রকম আরো দারুন সব পোস্ট দেখার জন্য আমাদের সাইট থেকে ঘুরে আস্তে পারেন ।

Series Navigation<< ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৬] :: খুব সহজে আপনার ডেশবোর্ড এর “Howdy” লিখাটি পরিবর্তন করুনওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৮] :: “টপ কমেন্টর” যুক্ত করুন প্লাগিন ছাড়া >>