WordPress ইন্সটল করুণ মাত্র ১ মিনিটে !!!!!
এরপর আপানকে নিচের চিত্রের মতন করে প্রথম বক্সে অর্থাৎ (1) FTP server এর বক্সে আপনার ওয়েবসাইট এর ডোমেইন (www.) ছাড়া বা আপনার হোস্ট এর আইপি বসান। তারপর (2) Username বক্সে আপনার Username আর (3) Password বক্সে Password দিয়ে সবার শেষে (4) I believe that the privacy of my account is safe here. এ নিচের মতন করে টিক দিয়ে (5) connect বাটনে ক্লিক করুন ।
Category:
ওয়ার্ডপ্রেস
প্রথমে আপনার পোষ্টে লেখা ”ট্রিক ডন ব্লগে এটা আমার প্রথম পোস্ট” কিন্তু এটা হলো ”পিসি হেল্প সেন্টার” আর আপনি যে সাইট দিয়েছেন এটা কতটুকু নিরাপদ? এর থেকে নিজে নিজে সিপি থেকে করুন কোন রিক্স থাকবে না। অন্য ওয়েব সাইটে দিয়ে নিজের ওয়েব সাইটের নাম পাসওয়ার্ড দিলে নিজের ওয়েব সাইট হ্যাক হওয়ার সম্ভবনা থাকে।