পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আমাদের অনেকেরই ওয়ার্ডপ্রেস সাইট আছে সকল সাইটে’ই যোগ করা থাকে যে, কোন পোষ্ট কত বার পড়া হয়েছে যা দেখার জন্য, কিন্তু এই কাজটি করার জন্য মানে পোষ্ট কত বার পড়া হয়েছে তা গননা করার জন্য আমরা PostView প্লাগিনটি ব্যবহার করি, কিন্তু আজ আপনাদের দেখাব কিভাবে প্লাগিন ছাড়াই আপনি এই কাজটি করতে পারবেন?
প্রথমে আপনার থিম এর functions.php ফাইলটি ওপেন করুন এবার একদম নিচে ?> চিহ্নটির আগে এই কোড গুলো পেষ্ট করুন
function getPostViews($postID){ $count_key = 'post_views_count'; $count = get_post_meta($postID, $count_key, true); if($count==''){ delete_post_meta($postID, $count_key); add_post_meta($postID, $count_key, '0'); return "0 View"; } return $count.' Views'; } function setPostViews($postID) { $count_key = 'post_views_count'; $count = get_post_meta($postID, $count_key, true); if($count==''){ $count = 0; delete_post_meta($postID, $count_key); add_post_meta($postID, $count_key, '0'); }else{ $count++; update_post_meta($postID, $count_key, $count); } } // Remove issues with prefetching adding extra views remove_action( 'wp_head', 'adjacent_posts_rel_link_wp_head', 10, 0);
এবারে single.php নামের ফাইলটি ওপেন করুন, এবং যেখানে আপনি দেখানে চান কত বার ভিউ হয়েছে সেখানে কোডটি পেষ্ট করুন, যেমন দরুন আপনি চান আপনার পোষ্টের যে ক্যাটাগরী দেখাচ্ছে বা, কোন সময় পোষ্ট পাবলিষ্ট হয়েছে তা দেখাচ্ছে, আপনি চান সেই সময়ের পরেই কতবার পড়া হয়েছে সেটা এ্যড করতে হালে সেখানে কোডটি পেষ্ট করুন।
<?php setPostViews(get_the_ID()); ?>
এবারে আবার single.php পেজের সেই একই যায়গাতে ঐ উপরের কোডটির পরে একটি ফাকা (স্পস) দিয়ে এই কোডটি পেষ্ট করুন
<?php echo getPostViews(get_the_ID()); ?>
এবারে আবার যদি ইনডেক্সেও দেখাতে চান কত বার পড়া হয়েতাহলে index.php ফাইলটি ওপেন করুন সেখানেও টাইম বা কমেন্ট এর কোড এর পরে এটি এড করে দিন।
<?php echo getPostViews(get_the_ID()); ?>
যদি index.php তে কমেন্ট বা সময়ের কোড গুলো খুজে না পান তাহলে আপনার থিম ফোল্ডারে দেখুন loop বা post-loop নামে পেজ আছে সেখানে খুজুন। ধন্যবাদ তাহলে আজ এই পর্যন্ত, ভাল থাকুন।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আমাদের ইসলামিক পেজ ইসলামিক এমবিট
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)
আপনি কি ডোমেইন+হোষ্টিং/নতুন ওয়েব সাইট তৈরী করার কথা ভাবছেন? তাহলে এখনই যোগযোগ করুন www.shaplahost.com
tag: post views without a plugin using post meta