আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়াতে অনেক ভাল আছি, অনেক দিন পরে আপনাদের মাঝে এলাম, এখন বেশি কথা না বারিয়ে সরাসরি কাজে চলে যাই। অনেকেরই বর্তমানে নিজের নামে বা নিজের একটি ব্লাগ আছে, আর এই ব্লগটি বেশি ভাগ লোকেই ব্যবহার করে থাকে জনপ্রিয় ওয়ার্ডপ্রেস দিয়ে, আর এখন ওয়ার্ডপ্রেস দিয়ে বলতে গেলে যেকোন ধরনের ওয়েব সাইট’ই তৈরী করা সম্ভব। আর আমরা অধিকাংশ মানুষ’ই চাই আমার ওয়েব সাইটটি বাংলাতে থাকুক, কিন্তু দেখা যায় ওয়েব সাইট বাংলাতে করলেও কিছু কিছু যায়গা থেকে বাংলা হয় না, যেমন ধরুন সময় 11.45am তারিখ 12/07/2014 ইত্যাদি, এই রকম সংখ্যা গুলো সহজে বাংলা হয় না, আর আপনি চাইলে এখন এটাও বাংলা করতে পারবেন, এজন্য একটি প্লাগিন ব্যবহার করতে পারেন প্লাগিনটির নাম SP 1KB Bangla Date And Time এটির কাজ
- The Time
- The Date
- Get The Date
- Comments Number
- Get Comment Date
- Get Comment Time
এই সকল বিষয়ের গুলোর মধ্যে যে সকল ইংরেজি সংখ্যা আছে সে গুলো বাংলা করবে, প্লাগিনটি তৈরী করেছি আমি, যদি ভাল লাগে তাহলে একটি ফিটব্যাক আশা করি আপনাদের কাজ থেকে, যদি ফিডব্যাক দিতে চান তাহলে প্রথমে http://wordpress.org/ সাইটে রেজিষ্ট্রেশন করুন এরপরে লগইন অবস্থায় আমার প্লাগিনে যান SP 1KB Bangla Date And Time বাম পাশে দেখুন My Rating নামে একটি অপশন আছে সেখান থেকে কয়টা ষ্টার দিতে চান ক্লিক করুন। পরবর্তীতে আপনার মতামত লিখুন। ধন্যবাদ সময় করে আমার টিউনটি পড়ার জন্য।
প্লাগিনটি ডাউনলোড লিংক: SP 1KB Bangla Date And Time
পোষ্ট দ্বারা আপনার একটুও উপকার হয়ে থাকলে এবং আপনি অলস না হয়ে থাকলে পোষ্টটির এই লিংক http://www.pchelpcenterbd.com/wordpress-plugin-download-10566 টি আপনার ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না।
কোন সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে যানাবেন, ধন্যবাদ সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আজ এ পর্যন্ত’ই। আল্লাহ হাফেজ।
ট্যাগ: bangla date, bangla date and time, Bangla Time, English to bangla