সুপ্রিয় পাঠকবৃন্দ, আসসালামু আলাই কুম, কেমন আছেন সবাই, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালোই আছি, যাই হোক পাঠকবৃন্দ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের আমাদের সবারই প্রানের দাবি যা না হলে অনলাইন জগতে নিজেকে খুবই একা মনে হয় যেটা থাকা আমাদের সবার জন্য অতি প্রয়োজন তা হল নিজের একটি ওয়েব সাইট, কিন্ত নিজের একটি ওয়েব সাইট থাকা অতি প্রয়োজন জানার পরেও আমার সকলেই নিজের জন্য ওয়েব সাইট রাখতে পারি না কারণ এখন একটি ওয়েব সাইট অন্যের কাছ থেকে তোরী করতে গেলে অনেক টাকার দরকার যা আমাদের সবার পক্ষে যোগাড় করা সম্ভব হয় না, তাই আজ আমি সেই সব পাঠকবৃন্দকে এ জাতিও সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য আমার আজকের এই ছোট্র টিউন, হা বন্ধুরা আপনারা যাতে খুব সহজেই একটি ওয়েব সাইট বানাতে পারেন জনপ্রিও সি এম এস ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আমি তার জন্য কিছু ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য বানিয়েছি যা আপনারা দেখতে পারবেন এই লিঙ্ক এ যাবার পর, তাহলে আরা দেরি না করে এখনি টিউটোরিয়াল গুলা দেখতে থাকুন আর জনপ্রিও সি এম এস ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস থীম বানাতে হই তা শিখতে থাকুন কোন সমস্যা হলে ভিডিও তে টিউমেন্ট করে জানাবেন যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করা হবে, ইন শা আল্লাহ।
বন্ধুরা আজকের মত এখানে বিদায় আবার কথা হবে আগামি টিউটোরিয়ালে।
পোষ্টটি এডিট করে দিলাম, আপনি ভিডিও টিউটোরিয়ালের লিংক কোন ট্রেক্স এর মধ্যে না রেখে সরাসরি পোস্টের মধ্যে পেস্ট করতে পারেন, এতে ঐ ইউটুব থেকেই আইফ্রেমেরে মাধ্যমে অটো শো করবে 🙂 ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য, পরবর্তী টিউটোরিয়ালের অপেক্ষায় রইলাম 🙂 শুভ কামনা রইলো আপনার জন্য। 🙂