আজ আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের ডিফল্ট Howdy পরিবর্তন করবেন, এবং সেখানে নিজের ইচ্ছে মত লেখা দিবেন, যেমন: Welcome ইত্যাদি, আবার চাইলে বিভিন্ন দিবসও যোগ করে রাখতে পারবেন, তাহলে সেই দিবস অনুযায়ী Welcome লেখাটাটি পরিবর্তন হয়ে সেই দিবসের শুভেচ্ছা জানাবে, আবার ঐ দিন শেষে অটোমেটিক Welcome চলে আসবে। তাহলে দেখা যাক এটা কিভাবে করতে হবে, নিচে কোড টুকু কপি করে আপনার থিমের functions.php ফাইলের ?> চিহ্নটির নিচে বসিয়ে দিন এরপর সেখানে সেইভ করুন ব্যাস কাজ শেষ,
উপরে দেখুন 01-01 লেখা আছে সেখানে প্রথমটি দিন এবং দ্বিতীয়টি মাস হিসেবে ধরে যখন জানুয়ারী মাসের এক তারিক হবে সেই দিন দেখাবে Happy New Years, আবার দ্বিতীয়টি 02-06 দেয়া হয়েছে তার মানে জুনের দুই তারিখ দেখাবে Happy Sobeborat Mobarak, আবার 18-06 যখন আসবে তখন দেখাবে Happy Romadan Mobarak এই রকম আপনি চাইলে তারিখ পরিবর্তন করে দিতে পারেন, এখানে আনুমানিক একটি ডেট দেয়া হয়েছে, আর যখন কোন দিবস থাকবে না তখন ডিফল্ট ভাবে Welcome লেখা হয়েছে। আপনি প্রয়োজনে আরো বাড়িয়ে নিতে পারেন শুধু
case ’18-06′:
$message = ‘Happy Romadan Mobarak ‘;
break;
এই কোডটি কপি করে বার বার পেষ্ট করুন এবং তারিখ সহ মেসেজ কি হবে সেটা পরিবর্তন করে দিন। ধন্যবাদ ভালো থাকবেন, পোষ্টটি উপকৃত হলে আপনার ফেসবুক/টুইটারে শেয়ার করতে ভুলবেন না।