Option Tree WordPress Admin Options Plugin
Option Tree WordPress Admin Options Plugin

[এই পোষ্টটি শুদু ওয়ার্ডপ্রেস ডেভলপারদের জন্য]

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন? আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার থিম অপশন (option tree) এর মেটাবক্স দিয়ে আপনার থিমের ডায়নামিক slider তৈরী করবেন। তাহলে কাজে চলে যাই।

স্টেপ ১ = নিচের কোড টুকু আপনার থিমের optiontree এর metabox file এ paste করুন

কোথায় কিভাবে পোষ্ট করতে হবে আশা করি বলে দিতে হবে না। তারপরও যদি দরকার হয় কমেন্টে জানান, বলে দিবো। কারন বলতে গেলে অনেক যায়গাতে বলতে হতে পারে তাইলে পোষ্ট বড় হয়ে যাবে।

array(
        'id'          => 'spyr_demo_slider',
        'label'       => __( 'Slider', 'text-domain' ),
        'desc'        => __( 'Your description', 'text-domain' ),
        'type'        => 'slider',
),

স্টেপ ২ = নিচের কোড template file এ paste করুন যেখানে slider হবে

<?php
$spyr_demo_slider = get_post_meta( $post->ID, 'spyr_demo_slider', true );
 
// Loop through the array to build your Slider.
// Note that every slider is different
// We have access to the following array keys
// title, description, image and link
echo '<div id="owl-demo" class="owl-theme">';
foreach( $spyr_demo_slider as $slide ) {
    echo '<div class="item"><img src="'. $slide['image'] .'" width="100%" height="auto"
          alt="'. $slide['description'] .'" title="'. $slide['title'] .'" /></div>';
}
echo '</div>';
 
?>

ব্যাস এবার কাজ শেষ দেখুন কাজ করে কিনা। ধন্যবাদ সবাই ভালো থাকবেন।

tag: Option Tree WordPress Admin Options Plugin, optiontree metabox slider, how to use slider in optiontree metabox