উইন্ডোজ ৮ বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি উইন্ডোজ। এটি অন্যান্য সকল উইন্ডোজের চেয়ে বেশ ভাল গতি এবং সিকিউরিটি দিতে সক্ষম। মাইক্রোসফট এর জনপ্রিয় এবং খুব ভাল একটি এন্টিভাইরাস উইন্ডোজ ৮ এর সাথে অটোমেটিকভাবে ইনষ্টল দেওয়া থাকে। সব মিলিয়ে উইন্ডোজ ৮ একটি ভাল মানের উইন্ডোজ। যাই হোক, আমরা যারা প্রযুক্তিপ্রেমী আছি তাদের মধ্যে অনেকেই হয়ত ইতোমধ্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে কিংবা ডিভিডি ক্রয় করে কোন রকম এই উইন্ডোজ ৮ সংগ্রহ করে ব্যবহার করা শুরু করে দিয়েছি। কিন্তু অনেকেই যে সমস্যায় পড়ে তা হল উইন্ডোজ ৮ এক্টিভ করা নিয়ে, যার কারনে উইন্ডোজের সব ফিচার ব্যবহার করতে পারেন না। তাই আজ আপনাদের আমি একটি এ্যাক্টিভেটর দিচ্ছি। মাত্র ২ মেগাবাইট সাইজের ছোট এই এ্যাক্টিভেটরটি এখনই ডাউনলোড করে নিন মিডিয়াফার লিংক থেকে। এখন এ্যাক্টিভ কিভাবে করবেন? খুবই সহজ জিপ ফাইলটিকে আনজিপ করে নিন। তারপর শুধু Windows 8 Activator ফাইলটি ওপেন করুন। ব্যাস আপনার কাজ শেষ। আপনাকে আর কিছুই করতে হবেনা, একটু অপেক্ষা করুন আপনার কম্পিউটারটি নিজে নিজেই রিষ্টার্ট হবে। তারপর যখন ওপেন হবে দেখবেন আপনার উইন্ডোজ এ্যাক্টিভ হয়ে গেছে। আর এখন আপনি উইন্ডোজের সব ফিচার ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ এ্যাক্টিভ হয়েছে কিনা চেক করতে চাইলে কম্পিউটার আইকন এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন তাইলেই দেখতে পাবেন Windows is Activated. সবাই ভাল থাকবেন…ধন্যবাদ।
Windows 8 এ্যাক্টিভ করে নিন এক ক্লিকে
Category:
উইন্ডোস ৮
ধন্যবাদ ভাই ।
hmm, khub, kajer, dhonnobad apnake,,