আমরা উইন্ডোজ এইটের ফিচার দেখে ফিদা হয়ে যাই। তা অনেক সুন্দর এই উইন্ডোজের ভার্সন। কিন্তু একটা সমস্যা বিভিন্ন সফটওয়্যার ইন্সটল দিতে গিয়ে আমরা দেখি এটি net framework 3.5 install করতে বলে। কিন্তু এটা অনলাইন থেকে ডাউনলোড করতে গেলে কয়েকশ mb এর মত খরচ হয়ে যায়। এটা কিন্তু ইন্সটল আপনার ডিভিডি থেকেই করা যায়। কিন্তু ডিভিডি থেকে ইন্সটল করতে টার্মিনালে কোড দিতে হয় যা অনেকের ক্ষেত্রে কষ্টোকর।তাই আমার এই ফাইলটি ডাউনলোড করে আপনার নেটফ্রেমওয়ার্ক ইন্সটল করে নিন নিশ্চিন্তে। আপনার ডিভিডি ড্রাইভ অনুসারে ফাইলগুলো ডাউনলোড করে নিন আমি এখানে i drive পর্যন্ত দিয়েছি।

download for Cdrive

download for D drive

download for E drive

download for F drive

download for G drive

download for H drive

download for I drive এবার  আপনার ডিভিডি ঢুকিয়ে ডিভিডি ড্রাইভ অনুযায়ি নির্দিষ্ট ফাইলকে মাউসে রাইট ক্লিক করে রান এজ এডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করুন এবার নতুন কমান্ড ওপেন হয়ে কিছুক্ষণের মধ্যেই ইন্সটল হয়ে যাবে