আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের সঙ্গে যে টিপস টি নিয়ে আলোচনা করবো সে টি হয়তো আমার অনেক বন্ধুর জানা আবার অনেক বন্ধুর অজানা তাই আমার যে সকল যা নেই আমার এই পোস্ট শুধু মাত্র তাদের জন্য । সে যাই হোক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার উইন্ডোজ ৭ এর default games গুলকে enable করবেন । এখানে আমি শুধু মাত্র গেম গুল কে enable করা দেখাবো , কিন্তু আপনি চাইলে গেম , উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ইত্যাদি কে খুব সহজে enable করে নিতে পারবেন । তাহলে কাজটি কিভাবে করবেন নীচে চিত্র সহ দেখে নিন ।

 

* প্রথমে Start থেকে Control Panel এ ক্লিক করে Programs এ ক্লিক করুন নীচের চিত্রে দেখুন ।

 

* এবার যে পেজ ওপেন হবে সেখানে Turn Windows Features on or off এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 

 

* এবার যে পেজ ওপেন হবে সেখানে Game এ ঠিক দিন তারপর OK তে ক্লিক করুন ব্যাস কজ শেষ এবার দেখুন আপনার গেম দেখতে পারবেন খেলতে পারবেন । আমি যেহেতু গেম নিয়ে পোস্ট করলাম তাই সেটি নিয়ে বলাম , আপনি চাইলে উইন্ডোজ এর অন্যান্য  default Programsগুল কে enable করে নিতে পারবেন । নীচের চিত্রে দেখুন । 

 

 

* আশাকরি আপনারা বুজতে পেরেছেন আর যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি হেল্প করার চেষ্টা করবো । আর এই টিপস টি নিয়ে এর আগে কেউ পোস্ট করলে আমাকে ক্ষমার চোখে দেখবেন । আল্লাহ্‌ হাফেজ ।

 

* আমার দ্বারা পূর্বে প্রকাশিত এখানে । সময় পেলে ঘুরে আসুন । 

                                ===================
 
 
* আমার ব্লগ এখানে আর আমার একটি ফেসবুক ফ্যান পেজ আছে সময় পেলে ঘুরে আসুন এখান থেকে । আর ভাল লাগলে একটি লাইক দিতে ভুকবেন না যেন ।