আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি আজ আমরা শিখবো,কিবাবে সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ ৭ ব্যাবহারকারীগণ পিসিকে হটস্পট তৈরি করবে।
পিসিতে হটস্পট বানিয়ে বাড়ীর অন্যান্য কম্পিউটারে ইন্টারনেট অথবা ফাইল শেয়ার করতে পারবেন !
কি কি লাগবে?
- উইন্ডোজ ৭
- ডেক্সটপের জন্য WI-FI Adapter
- ল্যাপটপ (বেশীরভাগ ল্যাপটপেই WI-FI Adapter বিল্ড-ইন থাকে)
কিভাবে করবেন?
- প্রথমে Start মেনুতে যান,
- Accessories,
- Command-prompt এর উপর মাউসের right-click প্রেস করুণ,
- “Run as Administrator” সিলেক্ট করুন।
- নিচের কমান্ডগুলো টাইপ করুণ এক-এক করে,
- Netsh wlan set hostednetwork mode=allow ssid=MyNet key=MyPassword
বিঃদ্রঃ MyNet-এর স্থলে আপনার নেটওয়ার্ক নেম দিন, আর, MyPassword এর স্থলে আপনি যে পাসওয়ার্ড দিতে চান (১২ অক্ষরের নম্বর এবং ইংরেজি অক্ষর ব্যবহার করা ভাল) ।
- Enter চাপুন।
- Netsh wlan start hostednetwork টাইপ করে Enter চাপুন।
- Control Panel
- Network and Internet
- Network and Sharing Centre
- Change Adapter Settings
- Internet connection এর উপর Right-Click করে Properties
- Sharing tab
- Allow other network users to connect এ টিক দিন এবং
- আপনার ভার্চুয়াল WLAN নেটওয়ার্ক সিলেক্ট করুণ।
এখন আপনার আশেপাশের ওয়ারলেস ব্যাবহার করার ডিভাইস সার্চ/স্ক্যান করলেই আপনার কম্পিউটার দেখতে পারবেন। Connect/share করতে চাইলে Simply আপনার উপরে দেয়া SSID এবং Password ব্যাবহার করলেই হবে।
আমার পোষ্ট টি ঘুরে দেখার জন্য ধন্যবাদ, ভাল লাগেলে কমেন্ট করুন। মানুষ মাত্রই ভুল হতে পারে,ভুল ত্রুটি,হাসি,কান্না,দু:খ,সুখ,এসব নিয়েই মানুষের জীবন। ভুলে ভড়া জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,ভুল ত্রুটি ক্ষমার দৃর্ষ্টিতে দেখবেন। আবার আসবেন।আমার জন্য দুয়া করবেন যেন আপনাদের সাহায্যে আছতে পারি।
- কি কেমন লাগল টিপস টা ???
- এই রকম আরও অসংখ্য টিপস পেতে চোক রাখুন আমাদের এই সাইটে
- আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
- আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন পিসি হেল্প সেন্টার
হুম অসাধারন হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
সত্যিই দারুন লাগলো ভাই । ধন্যবাদ ভাই আমাদের মধ্যে শেয়ার করার জন্য ।
আপনাকেও ধন্যবাদ।
broadband-e কাজ করে না। কোন সহজ উপায় আছে কি? pls tell..
…ami laptop a wifi hostpost open korte geia akhon amar laptop ar net. connection ta r kaj kortace na. aktu jodi help korten tai opokar hoitu