হ্যাঁ বন্ধুরা এখন আপনি আপনার পিসি কে যাযা করতে বলবেন আপনার পিসি তাই করে দেখাবে, যেমন আপনার হয়তো কোন ফাইল ওপেন করা আছে তখন আপনি যদি বলেন Close তা হলে ফাইল টি close হয়ে যাবে । এর জন্য কোন সফটওয়্যার এর দরকার নেই, তবে একটি মাইক্রোফোন এর প্রয়োজন না হলে কিন্তু কাজটি আপনি করতে পারবেন না । যেসকল বন্ধুর মাইক্রোফোন আছে তারা এই কাজটি খুব সহজে করতে পারবে । কি ভাবে কাজটি করবেন আসুন দেখি তাহলে >

Control Panel এ যান তারপর Ease of Access এ ক্লিক করুন >তারপর Speech Recognition এ ক্লিক করুন > তারপর Set up microphone এ ক্লিক করুন > আপনার যে মাইক্রোফোনটি আছে তা সিলেক্ট করুন আমি যেমন Headset microphone সিলেক্ট করেছি > তারপর next এ ক্লিক করুন > এবার headphone টি কানে দিয়ে একটু উচ্চু সরে কথা বলুন > তারপর আবার next এ ক্লিক করুন > তারপর Finish এ ক্লিক করুন ।

 Control Panel > Ease of Access> Speech Recognition> Set up microphone এই গুলির পরের screen short দিলাম । 

screen short

পরের চিত্র

 

পরের চিত্র

 

পরের চিত্র

 

পরের চিত্র

 

 

*Finish বটন এ ক্লিক করার পর সব শেষের চিত্রের মতো on -off বটন যদি না পান , তাহলে Start এ গিয়ে  Speech Recognition লিখে সার্চ দিবেন তাহলে পেয়ে যাবেন । আমি প্রতিটি Screenshort দিয়ে দিলাম , আসাকরি বুজতে কোন অসুবিধা হবে না । আর যদি বুজতে কোন অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন । আজাকের মতো এই পর্যন্ত *আল্লা হাফেজ* ।

*এই কাজ টি আমি Windows 7 এ করেছি , আপনারাও করুন ১০০% হবে ।