উইন্ডোস সেভেনে আমরা অনেকেই একটি কমন সমস্যার সম্মুখীন হই। আর সেটা হল উন্ডোজ সেভেন এর ওয়ালপেপার কালো পর্দা ধারণ করা আর প্রতিবার কম্পিউটার ওপেন করার সময় উইন্ডোজ জেনুইন করার জন্য মেসেজ দেয়া যেটা সকল উইন্ডোজ সেভেন ব্যবহারকারীর জন্য খুবই বিরক্তিকর ব্যাপার এবং যারা জেনুইন করার নিয়ম জানেন না তাদের জন্য হতাশার ব্যাপারও বটে। আর তাই যারা জানেন না তাদের উইন্ডোজ সেভেন জেনুইন করার সমস্য দূর করতে এবং নিশ্চিন্তে জেনুইন করে উইন্ডোজ ব্যবহার করার পদ্ধতি শিখাতে আমার এই লেখা। আপনারা অনেকেই হয়ত জানেন Remove Wat কিংবা 7 Loader ব্যবহার করে উইন্ডোজ সেভেন জেনুইন করা যায়। এই দুটির যে কোন একটি দিয়ে আপনি কাজ করতে পারেন। আমি আপনাদের Remove Wat সফটওয়্যারটির মিডিয়াফার লিংক দিচ্ছি প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর সফটওয়্যারটি আনজিপ করে ওপেন করুন এবং ইনষ্টলে ক্লিক করুন। এখন একটু অপেক্ষা করুন সফটওয়্যারটি তার কাজ শেষ হলে কম্পিউটার রিষ্টার্ট করার জন্য আপনার কাছে অনুমতি চাইবে। OK ক্লিক করে রিষ্টার্ট দিয়ে দিন। ব্যাস কাজ শেষ আপনার উইন্ডোজ সেভেন জেনুইন হয়ে গেল। এখন আপনি জানতে চাইবেন যে, উইন্ডোজ জেনুইন হয়েছে তা বুঝবেন কি করে? আমার কথায় বিশ্বাস না করে আপনার কম্পিউটারের কাছ থেকে জেনে নিয়ে কম্পিউটারকে বিশ্বাস করুন। প্রথমত এখন থেকে আর কম্পিউটার ওপেন হওয়ার সময় জেনুইন করতে বলবে না আর কালো পর্দাও ধারণ করবে না, কারণ এখন আপনার উইন্ডোজ জেনুইন হয়ে গেছে। আর দ্বিতীয়ত জেনুইন হয়েছে তো রান কমান্ড এর মাধ্যমে জেনে নিন। Start এ ক্লিক করে Run এ অথবা Search Box এ slui লিখে এন্টার চাপুন নিচের মত ছবি দেখলেই বুঝবেন আপনার উইন্ডোস জেনুইন হয়েছে।
এখন থেকে নিশ্চিন্তে Windows 7 Genuine ব্যবহার করুন।
লেখাটি পূর্বে প্রকাশিত হয়েছে লার্ন ফর পিসি ব্লগে।
ভাল , কাজের ।। এছাড়া mycomputer এর উপর রাইট ক্লিক করে properties এ ক্লিক করেও যানতে পারবেন ্…।

