পরম করুনাময় আল্লাহর নামে শুরু করলাম
আসসালামু আলাইকুম কেমন আছেন? সবাই? আশা করি ভাল আছেন আমিও ভাল আছি, আজ যেটা দেখান তা উপরের হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন, কিন্তু এটা আপনি বলবেন আমি যানি তাইনা? হুম এটা বলবেন তাই আমি বলতেছি এটা আপনার জন্য নয় এটা একদম নতুনদের জন্য, এই জানা জিনিসটি দেখে আপনার মূল্যবান সময় অযথা নষ্ট করবেন না।
তাহলে কাজের কথায় আসি
প্রথমে আপনার Start Menu এ ক্লিক করুন এবং সেখানে থেকে Control Panel মেনুটি সিলেক্ট করুন (বুঝতে অসুবিধা হলে নিচের ছবিটি দেখুন)
Control Panel এ ক্লিক করার পরে নিচের ছবিটির মত একটি অপশন আসবে।
এখান থেকে System and Security অপশনটিতে ক্লিক করুন। তারপরে নিচের ছবিটির মত একটি অপশন আসবে সেখান থেকে Windows Update অপশনটির নিচে দেখুন turn automatic updating on or off নামের অপশনটি সিলেক্ট করুন।
turn automatic updating on or off অপশনটিতে ক্লিক করার পরেই নিচের ছবির মত একটি অপশন আসবে দেখুন এখান থেকে Important updates নামের অপশনটিতে ক্লিক করুন।
এখানে আপনি চারটি অপশন পাবেন
- Install updates automatically (recommended)
- Download updates but let me choose whether to install them
- Check for updates but let me choose whether to download and install them
- Never check for updates (not recommended)
এখানে অটমেটিক Install updates automatically নামের অপশনটি সিলেক্ট করা থাকে দেখুন নিচের ছবিটি
আপনি এখান থেকে Never check for updates নামের অপশনটি সিলেক্ট করুন।
এবং ওকে দিয়ে বেরিয়ে আসুন। ব্যস আপনার কাজ শেষ, এখন থেকে আর আপনাকে আপডেট এর জন্য জ্বালাতন করবে না।
ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের অফিসিয়্যাল ফ্যান পেজ ‘পিসি হেল্প সেন্টার’
thank you brother.
আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।