Whiteboard Animation শিখুন আর আয় করুন। [পর্ব-০৩] :: Explaindio এর A to Z আলোচনা।
Tutul | ১,৪৬২ বার পঠিত | অগাস্ট ২১, ২০১৭ | উইন্ডোস ৮,উইন্ডোস ১০,উইন্ডোস ৯,উইন্ডোস এক্সপি,উইন্ডোস সেভেন | No | ১০:৩৩ PM |
আসসালামুআলাইকুম,
আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো।
যারা আমার আগের পর্ব দেখেননি এখানে দেখে নিন :

Whiteboard Animation শিখুন আর আয় করুন। [পর্ব-০১] :: Whiteboard Animation নিয়ে আলোচনা।
Whiteboard Animation শিখুন আর আয় করুন। [পর্ব-০২] :: VideoScribe এর A to Z আলোচনা।
Whiteboard Animation এর ৩য় পর্বে আপনাদের স্বাগতম।
আপনাদের বিশাল আকারে সারা পেয়ে আমি হোয়াইট বোর্ড অ্যানিমেশন এর ৩য় পর্ব তৈরি করেছি। আপনাদের সারাপেলে আমি আরও সামনে এগিয়ে যাব। আজ আমি আপনাদের সাধে আলোচনা করব Explaindio নিয়ে আমি আগেই বলেছি এটা খুবই সহয একটি হোয়াইট বোর্ড অ্যানিমেশন সফটওয়্যার। যারা এখনো সফটওয়্যারটি ডাউনলোড করেননি এখান থেকে নিয়েনিন। Explaindio
এক নজরে আমার অন্য টিউন গুলো :
১) আপনার উইন্ডোজকে Mac তৈরি করে ফেলুন, আর বন্ধুকে অবাক করে দিন।
২) আপনার পিসিকে মাইক হিসাবে ব্যবহার করুন।
৩)এবারে ফ্রি নেট চালান আপনার পিসিতে, Freebasics বা Internet.org মাধ্যমে।
৪) আপনার কথা শুনবে আপনার পিসি, এখন মাউস কিবোর্ড ছাড়াই পিসি চালান [প্রমান সহ]।
৫) অসাধারন ভাবে ফটোশপে আপনার বডি আকর্ষণীয় করে তুলুন।
৬) ফটোশপে টি-শার্ট ডিজাইন, টি-শার্ট ডিজাইনে এক্সপার্ট হয়ে যান।
তাহলে চলুন শুরু করি :
আপানার যা প্রযোজন হবে:
১) Explaindio (উপরে লিংক দেয়া আছে)
২)আপনার পিসি আর ইচ্ছা।
এটি Whiteboard Animation এর কাজ, তাই এটা বিস্তারিত লিখা আনেক কঠিন এবং আপনাদের বুঝে ওঠা কঠিন হবে। তাই এটি ভিডিও আকারে দিলাম। নিচের ভিডিওটি দেখুন আশাকরি আপনারা সবাই পারবেন।
আপনাদের কোন বুঝতে আসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনার সমস্যা সমাধান করতে সদা প্রস্তুত।তার সাথে আপনার মতামত এবং আপনি কি ধরনের টিউটোরিয়াল চান সে বিষয় Comment করুন, অবশ্যই আমি সেই বিষয়ে টিউটোরিয়াল করব। পরিশেষে বলতে চাই, আপনি নিজে শিখুন, আর আপনার বন্ধুও শেখার জন্য শেয়ার করুন। বিদায় নিচ্ছি ভাল থাকবেন।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১,৪৬২ বার পঠিত | অগাস্ট ২১, ২০১৭ | ১০:৩৩ PM